বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জামাল উদ্দিন জামাল-এর ‘তবুও অপেক্ষা’ গল্পগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেলো রোববার (২২ মে) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারন্সে রুমে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম ।
ছায়াবীথি প্রকাশনা সংস্থার উপদেষ্টা মাহবুব আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে অংশ নেন দেশ-বিদেশের বরেণ্য সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, বাংলাদশে ফেডারেল সাংবাদকি ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, বিশিষ্ট সমাজসবেক অধ্যাপক ড. শাহ আলম, বাংলাদশে সংবাদ সংস্থা (বাসস)য়ের সিটি এডিটর এবং বিএফইউজের সহ-সভাপতি মধুসূদন মণ্ডল।
অনুষ্ঠান চলাকালে প্রধান অতিথি উপস্থিত হন এবং আসনে আসীন হন। এক তরুনীর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের অন্যান্য পরিবেশনা শুরু হয়। এর পর লেখক জামাল উদ্দিন জামাল তার বইটি প্রকাশের কিছু ভূমিকা তুলে ধরেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, আমরা সাংবাদিক, প্রতিদিনই লিখি। কিন্তু আমরা লেখক না। লেখক জামাল উদ্দিন জামাল। আমরা আমাদের কথা কখনোই তুলে ধরতে পারি না। কিন্তু লেখকরাও সাংবাদিক, তারা তাদের নিজের জীবনের চিত্র তুলে ধরতে পারে।
মনজুরুল আহসান বুলবুল তার বক্তব্যে বলেন, জামালের কোন গুণটি নিয়ে আলোচনা করবো? তিনি অনেক নেতাদের সাথে কাজ করেছেন, কিন্তু তিনি নিজের স্থান থেকে বিচ্যুত হননি। তিনি একাধারে সাংবাদিক, তিনি একাধারে সাহিত্যিক, নাট্যকার। তিনি তার যে আটটি গল্প নিয়ে এই বইটি লিখেছেন, তাতে দেখা যাচ্ছে, জামাল নায়িকাদের কাছে যাননি, নায়িকারাই জামালের কাছে এসেছেন। এখানে তার দু’টি গল্প সিনেম্যাটিক। তার মধ্যে টুনটুনি একটি। ভেনিজুয়েলা একটি বিশাল দেশ। সে দেশের মেয়ের সাথেও তার প্রেম সৃষ্টি হয়েছে কিছুকালের জন্য। নায়কনির্ভর সাতটি গল্পে ৭ ধরণের স্বাদ আছে।
তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি চলমান ইতিহাস। আর এ ইতিহাসের খাতাবন্দি করেন দেশের লেখক সমাজ। সাংবাদিকরা মানুষকে হল্ট করাতে পারেন। কিন্তু লেখকরা মানুষকে হল্ট ও হোল্ড করাতে পারেন যা জামাল উদ্দিন জামাল করতে পেরেছে। তিনি সবাইকে বইপাঠের অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করেন।
প্রাক্তন মন্ত্রী এবং জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের দেশে এখন আর ক্লাসিকাল সাহিত্য তৈরি হচ্ছে না। ক্লাসিকাল সাহিত্য লেখা হচ্ছে না। একুশের বইমেলায় কোন কোনোদিন ১০০-এর ওপরেও নতুন বই আসে। কিন্তু কোনো বইই পাঠকদের ধরে রাখতে পারে না। আর এ কারণে আমাদের মুক্তবুদ্ধির চর্চা ঠিকমতো হচ্ছে না।
প্রসঙ্গত, লেখক ও সাংবাদিক জামাল উদ্দিন জামাল দীর্ঘদিন ধরে উপন্যাস, গল্প ও প্রবন্ধ লিখে চলেছেন। তার প্রকাশতি গ্রন্থসংখ্যা ছয়টি।
– ওমেন্স নিউজ ডেস্ক