শিক্ষা সচিবালয়ের সুউচ্চ সিংহাসন মূহুর্তের মধ্যে শ্রদ্ধায় নুয়ে এলো একজন বাল্যশিক্ষা গুরুর সামনে। আশ্বিনী বাবু নামের একজন শিক্ষক তৎকালীন শিক্ষা সচিব এন আই খানের অফিসে আসলে তাকে শুধু দামী সোফায় বসতে দিয়ে আরেকটু চা নাস্তা করিয়ে বিদায় দেননি; বরং তার সেই বাল্যকালের এটিকেট্স এন্ড ম্যানার বা আদব কায়দা শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিনয়, নম্রতা ও শিষ্টাচারিতা দিয়ে। শিক্ষক ও পিতা-মাতার কাছে ইস্পাত কঠিন অন্তরকে মোমের মতো গলিয়ে তাদের চরণে নিজেকে বিনয়ের সাথে উপস্থাপন করার বাস্তব প্রশিক্ষণের নাম Etiquettes & Manner বা আচরণ উন্নয়ন প্রশিক্ষণ।
আজকের বাংলাদেশে প্রি-প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরের প্রায়সব শিক্ষা প্রতিষ্ঠানে আদব-কায়দা বা Etiquettes & Manner এর অভাব পরিলক্ষিত। অনুজের দ্বারা অগ্রজ, কর্মচারির দ্বারা কর্মকর্তা, শিক্ষার্থীর দ্বারা শিক্ষক এমনকি পুত্রের দ্বারা পিতাকে লাঞ্চিত হওয়ার ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যপারে পরিণত হয়েছে।
গতকাল নরসিংদীতে স্কুলে না আসার কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে দপ্তরি কাম নৈশপ্রহরীর নামে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। বিস্তারিত
অনেক সংবাদ থেকে শুধু গতকালের ১টি সংবাদ সামনে রেখে জানাতে চাই যে, আমরা জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এটিকেট্স এন্ড ম্যানার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইএমডিপি) পরিচালনার জন্য মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে অনুমোদনের জন্য আবেদন করলেও অদ্যাবধি তার কোনো সদুত্তর মিলেনি। মনে হচ্ছে সে অধিদপ্তরেই এটিকেট্স এন্ড ম্যানারের গুরুত্ব বোঝার মতো কর্মকর্তার অভাব রয়েছে।
আদব-কায়দা বা Etiquettes & Manner প্রশিক্ষনের ওপর রয়েছে এনএনসির দীর্ঘ গবেষণা প্রসূত পরিমার্জনযোগ্য পরিকল্পনা। যা শিক্ষার মান বৃদ্ধিতে আর অপরাধ প্রবণতা কমিয়ে আনতে সহায়ক হবে বলে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির পক্ষ থেকে ইএমডিপি Etiquettes & Manner Development Program প্রকল্প পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন এখন সকলের সহযোগিতার।