সমকামিতার বৈধতা -২০১৮
সমকামিতা অপরাধ নয়, ভারতের সুপ্রিম কোর্টের রায়। দীর্ঘদিন ধরে সমকামীদের অধিকার নিয়ে কাজ করে আসা অ্যাক্টিভিস্টরা এই রায়কে স্বাগত জানিয়েছেন৷ হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান মীনাক্ষী গাঙ্গুলি ‘‘শত প্রতিকূলতা সত্ত্বেও যাঁরা এর পক্ষে লড়াই চালিয়ে গেছেন,’’ তাঁদের ধন্যবাদ জানান৷ dw.com
সমকামিতা ভারতে আর অপরাধ নয় বলে ঐতিহাসিক রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বর্ণনা করা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিল করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। bbc.com
পরকীয়ার বৈধতা -২০১৮
ভারতের সুপ্রিম কোর্টের রায়ে পরকীয়া আর অপরাধ নয়৷ এই রায়ে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে৷ অনেকে বলছেন, নারীর অধিকারকে পূর্ণতা দিয়েছে এই রায়৷ কারো মতে, এই স্বাধীনতা আদতে সমাজজীবনে নৈরাজ্য ডেকে আনবে৷ dw.com
ভারতের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ঘোষণা করেছে যে বিবাহিত কোন নারী বা পুরুষ যদি স্বামী বা স্ত্রী-র বাইরে অন্য কারো সাথে যৌন সম্পর্ক করেন – যাকে বলা হয় পরকীয়া – তা আর সেদেশে ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে না। bbc.com
যৌন পেশার বৈধতা -২০২২
যৌন পেশাকে স্বীকৃতি দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। এ রায়কে যুগান্তকারী বলছেন সংশ্লিষ্টরা। দেশটির আইনের আওতায় এখন থেকে যৌনকর্মীরা অন্য সব পেশার মতো সমান মর্যাদা ও সুরক্ষা পাবেন। একই সঙ্গে নিজ ইচ্ছায় যেসব প্রাপ্তবয়স্ক এ পেশায় এসেছেন, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে ও বাধা দিতে পারবে না পুলিশ। Bangladesh Protidin
সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়, ‘যৌনকর্মীরা আইনের অধীন সমান সুরক্ষা পাবেন। “বয়স” ও “সম্মতির” ওপর ভিত্তি করে ফৌজদারি আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করতে হবে। একজন যৌনকর্মী প্রাপ্তবয়স্ক এবং নিজের ইচ্ছায় এ পেশায় এসেছেন, এমনটা জানা গেলে তাঁদের ওপর হস্তক্ষেপ ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া থেকে পুলিশের বিরত থাকতে হবে।’ Prothom Alo
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছেন। পর্যবেক্ষণে আদালত জানান, ভারতের সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীন সব নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার রয়েছে। Amader Shomoy
এবার থেকে যারা যৌন পরিষেবা দেয় বা যৌন কর্মী (Sex Worker) হিসাবে কাজ করে তাদের কোনওরকম হেনস্তা করা যাবে না। বা তাদের বিরুদ্ধে কোনওরকম অপরাধমূলক মামলাও দিতে পারবে না পুলিশ। শীর্ষ আদালতের বক্তব্য, ভারতের প্রত্যেক নাগরিকের সম্মানজনক জীবনের অধিকার আছে। যৌনকর্মীদেরও আইনের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। Sangbad Pratidin
একই সঙ্গে আদেশে বলা হয়, যৌনপল্লিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় কোনো যৌনকর্মীকে গ্রেপ্তার, শাস্তির মুখোমুখি করা, হয়রানি ও অনৈতিকভাবে দোষারোপ করা যাবে না। কারণ, যৌনকর্ম বেআইনি নয়, শুধু যৌনপল্লি চালানো বেআইনি। freedom Bangla News
ভারতের সুপ্রীম কোর্টে ৩টি যৌনাচারের বৈধতা দেওয়ায় কেবল ভারত নয়; গোটা ভারত উপমহাদেশকে এর খেসারত গুনতে হবে। যৌনপল্লীর সীমানা অতিক্রম করে গোটা সমাজ যৌনাচারের ক্ষেত্রে রূপান্তরিত হবে। পাপাচারে প্রতিবাদী কন্ঠস্বর ক্ষীণ হয়ে আসবে। পারিবারিক অবকাঠামো ধুলোয় মিশে যাবে। পিতামাতা আর সিনিয়রদের সম্মানহানী ঘটবে। মানবিকতার স্থলে পাশবিকতা প্রতিষ্ঠিত হবে। মমতাময়ী মায়েদের সহস্র সালে গড়ে ওঠা সন্তানের ভক্তিশ্রদ্ধার হৃদয় সিংহাসন চুর্ণবিচুর্ণ হয়ে পড়বে। যৌনযন্ত্র হিসেবে ব্যবহৃত হবে নারী জাতি। গোপনাঙ্গের পিচ্ছিল পদার্থ ও মুখের পবিত্র লালা, দুর্গন্ধ ও সুঘ্রাণ, ভালো ও মন্দ, ন্যায় ও অন্যায়ের তুলনা জ্ঞান বিলুপ্ত হবে। তাজা রক্তের ঘ্রাণে উন্মত্তদের দুই হাত সদা রক্তাক্ত হয়ে থাকবে। নারীর নরম মাংশ কামড়ে খেয়ে উল্লাসিত হবে। এমন বিভৎস ভয়াবহ দৃশ্য ভাবুকদের চোখের সামনে ভেসে উঠছে।