বরগুনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৫দিন অবস্থান নিয়ে জেলে যাওয়া জামালপুরের সেই তরুণীর জামিন পেয়ে স্বজনদের কাছে ফিরে গেলেন। বিস্তারিত
সমকালীন আরেক খবরে গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১২ দিন অবস্থান করার পর প্রেমিকাকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধর করে অচেতন অবস্থায় ঘরের বাহিরে ফেলে রাখার অভিযোগের সংবাদ প্রকাশিত হয়। বিস্তারিত
গাজীপুরে প্রেমিকের বাড়ির আঙিনায় পড়ে থাকা প্রেমিকাকে ১২দিন পরে অজ্ঞান অবস্থায় পেয়ে শ্রীপুর থানা পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন।
এভাবে চলতে থাকলে নারী ক্ষমতায়ন, নারী উন্নয়ন আর নারী অধিকারের অবস্থান কোথায় গিয়ে দাড়াবে? এপ্রশ্ন এখন জনমানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর সেক্ষেত্রে সরকারি ও বেসরকারিভাবে তেমন কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়না বলে আগামীর বাংলার মেয়েদের চরম পরিণতির আশঙ্কা করছেন অনেকেই।
মেয়ে মানেই মা; মায়ের জাতি। ছেলেদেরকে তা উপলব্ধি করে মেয়েদের প্রতি সার্বক্ষণিক সম্মান বজায় রেখে চলতে হবে। ঠিক তেমনি মেয়েরাও তাদের নিজেদের আত্মমর্যাদা প্রতিষ্ঠায় সদা সচেষ্ট হতে হবে।
জগৎ সংসারে যুগে যুগে নারীদেরকে পুরুষের ভোগ্যপণ্যে পরিণত হতে হয়েছে। আবার সেই অন্ধকার গভীর গহ্বর থেকে বের হয়ে আসতে নারীদেরকেই সোচ্চার হতে হয়েছে। পারস্পারিক মিল অমিল, দ্বন্দ বিবাদ বা সাংঘর্ষিক অবস্থান থেকে নারী পুরুষ উভয়কে সরে আসতে উভয়কেই আরো সচেতন আরো সংবেদনশীল হতে হবে। আবেগী মনোভাব পরিহার করে চলমান বিশ্বপরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখার লড়াইয়ে যোগ্যযোদ্ধা হিসেবে গড়ে তুলেতে হবে। -সম্পাদক, সংগ্রহ বার্তা
সংগ্রহ বার্তা পড়ুন, সচেতন জীবন গড়ুন। ধন্যবাদ…