করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৩০৫ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাড়ে তিন শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৭১ হাজার ৮৯০ জনে। একই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ১৮১ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫৯ হাজার। এনিয়ে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৮১৮ জনে। বিস্তারিত
এই মৃত্যু যাত্রা এখনো চলছে। কবে যে এই করোনা থেকে বিশ্ববাসি পরিত্রাণ পাবে তা কেউ বলতে পারছেনা। কেউ কেউ ধারনা করেন- করোনা ভাইরাস কোনোদিন সমূলে বিনাশ হবেনা। এই মরণ ভাইরাসের হাত থেকে সতর্কতা অবলম্বনে বিশ্ববাসিকে চলতে হবে। ভাইরাসটির উৎপত্তিতে ছিল নোংরা খাবার।
২টি সম্পূর্ণ বিপরীতমুখী বাস্তবতার সমন্বয়ে সৃষ্টিকর্তা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। মানুষ ছাড়া আর কোনো প্রাণী সেই ভিন্নধর্মী ২টি দিকের বিষয়ে জ্ঞানবিজ্ঞান, লেখাপড়া আর জানাবোঝার কেউ মেধার পরিচয় দিতে পারেনি। কিন্তু সেই মানুষ যখন ইচ্ছা করে আঁধারের সাথে আলোকে, সত্যের সাথে মিথ্যাকে, বৈধতার সাথে অবৈধকে, খারাপের সাথে ভালোকে, দুর্গন্ধের সাথে সুগন্ধকে একাকার করে দিতে চায়; তখনই বিশ্ব নিয়ন্ত্রণ দপ্তর থেকে সতর্ক বার্তা এসে যায়।
দেখেছি মানুষের অবয়বে কিছু প্রাণী যারা কোনো নিয়ম শৃঙ্খলে আবদ্ধ হতে চায়না। প্রায় দেশের নিউ লাইফ স্টাইলিস্ট কিছু স্বাধীন ও মুক্তমনাদের কাজ হচ্ছে দুর্গন্ধকে পারফিউম ব্যবহারে সুগন্ধে পরিণত করে নেয়া, বর্জনীয় নোংরা কিছুকে গ্রহণীয় করে নেয়াই তাদের কাজ। আর যেই কাজের চরম পরিণতিতে বিশ্ববাসি হয় ভুক্তভোগি।
আসুন আমরা বর্জনীয়কে গ্রহণযোগ্য করার মানসিকতা পরিহার করি। মনের মতো বিশ্ব গড়ি।