বৃটিশ আমলের জমিদার মো. নামদার আলীর ছেলে মো. আবদুল নইম। তিনি ১৪ অক্টোবর ১৯৩৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের দেগঙ্গা থানার অন্তর্ভুক্ত রাজুকবেড় গ্রামে জন্ম গ্রহণ করেন।
শিক্ষা জীবনঃ
১৯৫৫ সালে স্কুল ফাইনাল, ১৯৫৮ সালে বারাসাত সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট, ১৯৬০সালে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বি এ,এবং ১৯৬২ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে এমএ কমপ্লিট করেন।
চাকরী জীবনঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার সাথে সাথে তিনি চৌরাশি স্কুলে হেডমাস্টার হিসেবে যোগদান করেন। টানা দুই বছর তিনি ছিলেন এই স্কুলে। কিন্তু ১৯৪৬ সালে মার্চের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার কারণে শিক্ষা ,চাকুরী সহ সকল ক্ষেত্রে প্রচন্ড বাধার সম্মুখীন হন। সাম্প্রদায়িকতার কাছে শিক্ষার এই পরাজয়ে, তিনি একরাশ অভিমান বুকে নিয়ে, ১৯৪৬ সালে তাঁর বংশের একজন অত্যন্ত নামকরা আধ্যাত্মিক পুরুষ ,’বাদশা মন্ডলের ‘পরামর্শে দেশত্যাগ করে তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে আসেন।
১৯৬৪ সালের ৫ ই এপ্রিল যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ প্রভাষক হিসেবে যোগদান করেন।
১৯৬৪ সাল থেকেই তিনি দেশে ও বিদেশে বিভিন্ন পত্র-পত্রিকা তে অনেক প্রবন্ধ রচনা করেছেন। বাংলা ভাষার উপরে তার ছিল অসাধারণ ছিল অধিকার, অতুলনীয় বাককৌশলী।
১৯৮০ সাল থেকে খুলনা রেডিও তে ‘পাচুর পাঁচালী’ নামে একটি রম্য রচনা তিনি করতেন, যা অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ছিল। তাঁর ব্যক্তিগত সংগ্রহে প্রায় দশ হাজারের মত বই রয়েছে।
চাকরী জীবনে তিনি সরকারি বি এল কলেজ, আযম খান কমার্স কলেজ, মহিলা কলেজ খুলনা পিসি কলেজ সহ যশোর মহিলা কলেজ, মাইকেল মধুসূদন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত অবস্থায় ১৯৯৬ অবসর গ্রহণ করেন।
তার জীবনে সাফল্যের ইতিহাসের সবথেকে উল্লেখ্যযোগ্য ঘটনা হলো,’ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ‘র জন্মস্থান বিতর্কের অবসান নিয়ে। তাঁর পাশের গ্রামের নাম ছিল চাকলা। সেখানে প্রতিষ্ঠিত’ শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘ ‘থেকে তৎকালীন সভাপতি ‘মানিক হাজরা তাকে শ্রী লোকনাথ ব্রহ্মচারীর’ জন্মস্থান বিতর্কের অবসান এর জন্য একটি বই প্রকাশের দায়িত্ব দেন। তিনি প্রায় সাত-আট বছর ধরে অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করে বাংলা ৯ই আষাঢ় ১৩৯৭ সালে একটি বই, চাকলার লোকনাথ আশ্রম থেকে প্রকাশ করেন। বইটির নাম’ লোক গুরু লোকনাথ’,যার সর্বস্বত্ব আশ্রমের।
‘লোক গুরু লোকনাথ’, বইটি অনেক তথ্য প্রমাণ সমৃদ্ধ হওয়ায়, বইটির উপর ভিত্তি করে আশ্রম কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এবং ‘শ্রী শ্রী লোকনাথের’ জন্মস্থান নিয়ে যে বিতর্ক ছিল হাইকোর্টের রায়ে সেই বিতর্কের অবসান হয়।
চাকলাতে যে ‘শ্রী লোকনাথের ‘জন্মস্থান ,এটি প্রমাণিত হয়। যার ফলে বইটি ভারতবর্ষে একটি বিরাট দৃষ্টান্ত হিসেবে পরিচিতি লাভ করে। বইটির সর্বস্বত্ব আশ্রমের। আশ্রম কর্তৃপক্ষ বইটির সর্বস্বত্ব দিতে চাইলেও তিনি তা নেননি। (চলবে),