Mom, I can’t look at you; A woman like you in pornography …
أمي ، لا أستطيع النظر إليك ؛ امرأة مثلك في المواد الإباحية
১৯০৭ সালের ১২ মে প্রথমবার আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটন শহরে ‘মাদার্স ডে’ বা মা দিবস পালিত হয়।
১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ ঘোষণা করেন। এরপর থেকে মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মাতৃ দিবস উদযাপন হিসেবে করা হয়ে থাকে।
বর্তমানে ৪০টিরও বেশি দেশ ওই উৎসব পালন করে থাকে। এই ৪০টি দেশ যেদিন পর্ণগ্রাফির কবল থেকে বেরিয়ে আসতে পারবে; মা দিবস পালনের যথার্থতা পাবে।
আদিমযুগ থেকে মায়ের জাতিকে নানাভাবে নিগৃহীত হতে হয়েছে। কিন্তু বর্তমান আধুনিক বিশ্বে ডিজিটাল পদ্ধতিতে মায়ের জাত কূল মান ধুলায় মিশিয়ে দিচ্ছে। পর্ণ ইন্ডাস্ট্রিগুলোতে নিত্যনতুনভাবে মায়ের জাতিকে যৌনাচারের যন্ত্র বানিয়ে ভাসিয়ে দিচ্ছে নেট দুনিয়ায়। আমাদের দেশের নতুন প্রজন্ম তথ্যপ্রযুক্তি প্রিয়তায় তাদের হাতে এসে পড়ছে সেসব অসামাজিক অসভ্যতা। যেই অসভ্যতা থেকে মুক্তি পেতে নারীশিশুদের জীবন্ত কবর দেওয়ার ইতিহাসও রচিত হয়েছিল এবিশ্বে। ভোগ্যপণ্য হিসেবে মায়ের জাতিকে সুকৌশলে ব্যবহারের প্রচেষ্টা চলছে প্রতিমূহুর্তে। মায়েদের আবেগ আর সরলতার সুযোগ নিয়ে যা করছে; তাতে আজ ৮ মে ২০২২ এর আগেই মা দিবসের চিত্র ভিন্নরূপ নিতে পারত কিন্তু এখনো বিশ্বে মা দরদী সন্তানদের কারণে টিকে আছে মায়েদের সুমহান মর্যাদা।
মা-বাবার দিকে তরুণ দৃষ্টিতো দূরের কথা কিশোর দৃষ্টিগুলোই ভাবিয়ে তোলে। যেখানে বাবা-মায়ের স্নেহস্পর্শ সন্তানের বেহেস্তি সুখানুভব আর শ্রদ্ধাবনত মস্তকে কুর্ণিশ করা মন থেকে চলে আসত। সেখানে বাবাকে একটা উলঙ্গ কামাতুর আর মাকে একটা হটগার্লের মতো দেখছে নতুন প্রজন্মের দৃষ্টিতে। এই নোংরা দৃষ্টিকোন থেকে নতুন প্রজন্মকে বের করে আনতে না পারলে এমন মা দিবস পালন অযথাই। ফেসবুকে কিছু পোস্ট দেয়ার মধ্যেই সীমাবদ্ধ ৪০টি দেশের মা দিবস পালন।
মা মানে জীবনের অস্তিত্ব। আদমের বংশ নির্বংশ ও নিঃশেষ হয়ে যেত। পৃথিবী জনশূন্য নিষ্প্রাণ একটা গৃহে পরিণত হতো। মা তোমার জন্য পৃথিবী আজও টিকে আছে। আজও সূর্যের প্রদীপ্ত আলোয় ধরণী আলোকিত হয়। সাগরে ঢেউ তোলে। চাঁদনী রাতে জোসনা বিলায়। পাখিদের কন্ঠে আজও কত গান শুনি।
আজকের আটশো কোটির পৃথিবী গড়ে উঠেছে যাদের রক্তভেজা আঁচলে। তাদেরকে কোনোভাবে অসম্মান করে সম্মানীত হওয়া সম্ভব নহে কোনো পুরুষের। সেকথা যেমন বিশ্বের সকল মায়ের সন্তানদের মনে রাখতে হবে। তেমনি সব মায়ের কন্যাদেরও মনে রাখতে হবে- রূপ লাবণ্য ও যৌবন জ্যোতি সস্তায় বিকিয়ে দিয়ে রাণীর মর্যাদা রক্ষা করা যায়না।
মা হারা আজ ৭ম বছরে আমি নিঃস্ব। পৃথিবীর যেদিকে তাকাই শুধু শূন্যতানুভব করি। আমার জীবনে আর ঈদ আসেনি। একলা ঘরে কখনো চিৎকার করে, কখনো গুনগুনিয়ে আর কখনো বালিশে মাথা রেখে গুমরে কেঁদে উঠি। – ময়লাযুক্ত হলে মাগো রাখতো সবে দূরে, তুমি মাগো ধুয়ে মুছে ডাকতে মধূর সুরে। মাগো, তুমি কেমন মানুষ একটু বলোনা। এই দুনিয়ায় কারো সাথে হয়না তুলনা।” স্বরচিত গানের সুরে হারিয়ে যাই।
মা, আমার স্বপ্ন, আমার সফলতা তুমি ছাড়া আমার কাছে তুচ্ছ ও মূল্যহীন। স্ত্রী-পুত্র পরিজন আমাকে ততটুকু ভালবাসবে যতটুকু তাদের প্রয়োজনে আসব আমি। কিন্তু তুমি যে মা; কোনো বিনিময় আর বাণিজ্যিক ভাবনা নিয়ে আমাকে কোলো নাওনি। মা, আমার আপদমস্তকে তোমার জীবন স্মৃতি আমি বহন করে চলছি। আমার দুঃখে তুমি কাঁদ আবার হেসে ওঠো আমার সুখে। কল্পনা জগত জুড়ে তোমার বিচরণ মা। তুমি অমর; তোমার নড়াচড়া আমি এখনো অনুভব করছি মা। মা, যখনই ঘর থেকে কোথায়ও যেতাম তুমি আমার পিছনে পিছনে সদর দরজা পর্যন্ত এসে আমার শূণ্যতায় দরজার একটা কপাট ধরে দাড়িয়ে থাকতে। আজও দেখি মা, তুই সে কপাটটি ধরে দাড়িয়ে আছ- আবার ফিরে আসবে তোর কোলে তোর আদরের মাসুম।
চোখের জলে বিশ্ব মা দিবসের সাফল্য কামনায় এই লেখাটুকু বিশ্বের সব মায়ের জন্য উৎসর্গ করলাম।
লেখক, মাসুম বিল্লাহ, সম্পাদক, সংগ্রহ বার্তা, প্রেসিডেন্ট, এনএনসি। (৮ মে ২০২২)
Mother’s Day is celebrated for the first time on May 12, 1906, in Grafton, West Virginia, USA.
In 1914, the then President of the United States, Woodrow Wilson, declared the second Sunday in May to be Mother’s Day. Since then, the second Sunday in May has been celebrated as International Mother’s Day.
At present more than 40 countries celebrate the festival. These 40 countries will one day be able to get out of the clutches of pornography; Mother’s Day will be justified.
The mother nation has been oppressed in many ways since ancient times. But in today’s modern world, digital methods are destroying the cool quality of motherhood. In the porn industries, the mother nation is being floated in the net world by making it a sexual instrument. The new generation of our country is falling into the hands of information technology and those anti-social rudenesses. The history of burying women and children alive to get rid of this barbarism was also written in this world. Attempts are being made at every moment to use the mother nation as a commodity. What mothers are doing with the opportunity of passion and simplicity; Today, before May 8, 2022, the picture of Mother’s Day could have taken a different form, but still the great dignity of mothers has survived in the world because of their tender children.
Adolescent eyes tend to think far away from the young gaze towards parents. Where the heavenly bliss of the affectionate child of the parents would come out of the mind with a happy and reverent head. There, the new generation sees the father as a naked lustful and the mother as a hot girl. It is useless to celebrate Mother’s Day if the new generation cannot be brought out from this dirty point of view. Mother’s Day celebrations in 40 countries are limited to posting on Facebook.
Mother means the existence of life. Adam’s lineage would be extinct and exhausted. The earth would become a desolate house. Mother, the world is still alive for you. Even today the earth is illuminated by the radiant light of the sun. The sea makes waves. Seen in the moonlit night. How many songs I still hear in the voices of birds.
Today’s world of eight hundred crore people has been formed in the blood-soaked region. It is not possible for a man to be honored by disrespecting them in any way. Children of all mothers in the world must remember that. In the same way, the daughters of all mothers should keep in mind that the dignity of the queen cannot be maintained by selling cheap beauty and youthful light.
Today is the 8th year I have lost my mother. Wherever I look in the world, I just feel emptiness. Eid has never come in my life. In a lonely room I sometimes shout, sometimes hum and sometimes I put my head on the pillow and cry with pride. – If it was dirty, you would keep it away. Ma’am, don’t tell me what kind of person you are. There is no comparison with anyone in this world. ” I got lost in the melody of the self-composed song.
Mother, my dream, my success is insignificant and worthless to me without you. My wife and son will love me as much as I need them. But you are that mother; He did not call me with any exchange or commercial idea. Mother, I am carrying the memory of your life in my heart. You cry in my sorrow, laugh again in my happiness. Your wandering mother across the world of imagination. You are immortal; I can still feel your movement, mother. Mom, whenever I would go anywhere from the house, you would come behind me to the front door and stand in my emptiness holding a door. Even today I see Mother, you are standing holding that door – your lovely son Masum will come back in your lap again.
With tears in my eyes, I dedicate this article to all mothers around the world, wishing them success on World Mother’s Day.
Author, Masum Billah, Editor, sangrahabarta.com, President, NNC. (7 May 2022)
يتم الاحتفال بعيد الأم لأول مرة في 12 مايو 1906 ، في جرافتون ، فيرجينيا الغربية ، الولايات المتحدة الأمريكية.
في عام 1914 ، أعلن وودرو ويلسون ، رئيس الولايات المتحدة آنذاك ، أن يوم الأحد الثاني من شهر مايو هو عيد الأم. منذ ذلك الحين ، تم الاحتفال بيوم الأحد الثاني من شهر مايو باعتباره يوم الأم العالمي.
في الوقت الحاضر تحتفل أكثر من 40 دولة بالمهرجان. ستتمكن هذه البلدان الأربعين ذات يوم من الخروج من براثن المواد الإباحية. عيد الأم سيكون له ما يبرره.
لقد تعرضت الأمة الأم للقمع بطرق عديدة منذ العصور القديمة. ولكن في عالم اليوم الحديث ، الأساليب الرقمية تدمر الجودة الرائعة للأمومة. في الصناعات الإباحية ، يتم تعويم الأمة الأم في عالم الإنترنت من خلال جعلها أداة جنسية. يقع الجيل الجديد في بلادنا في أيدي تكنولوجيا المعلومات وتلك الوقاحة المعادية للمجتمع. إن تاريخ دفن النساء والأطفال أحياء للتخلص من هذه الهمجية كتب أيضا في هذا العالم. تبذل محاولات في كل لحظة لاستخدام الأمة الأم كسلعة. ما تفعله الأمهات بفرصة الشغف والبساطة ؛ اليوم ، قبل 8 مايو 2022 ، كان من الممكن أن تأخذ صورة عيد الأم شكلاً مختلفًا ، لكن الكرامة العظيمة للأمهات لا تزال موجودة في العالم بسبب أطفالهن الرقيقين.
تميل عيون المراهقين إلى التفكير بعيدًا عن نظرة الشباب نحو الوالدين. حيث تخرج النعيم السماوي لطفل الوالدين الحنون من العقل برأس سعيد وموقر. هناك ، يرى الجيل الجديد الأب كشهوة عارية والأم فتاة ساخنة. لا جدوى من الاحتفال بعيد الأم إذا لم يتم إخراج الجيل الجديد من وجهة النظر القذرة هذه. تقتصر احتفالات عيد الأم في 40 دولة على النشر على Facebook.
الأم تعني وجود الحياة. سوف ينقرض نسل آدم ويستنفد. ستصبح الارض بيتا مقفرا. أمي ، العالم لا يزال حيا بالنسبة لك. حتى اليوم تضيء الأرض بضوء الشمس الساطع. البحر يصنع موجات. شوهد في الليل المقمر. كم من الأغاني ما زلت أسمعها بأصوات العصافير.
تم تشكيل عالم اليوم المكون من ثمانمائة كرور شخص في المنطقة الملطخة بالدماء. لا يمكن تكريم الرجل بعدم احترامه بأي شكل من الأشكال. يجب أن يتذكر أطفال جميع الأمهات في العالم ذلك. بنفس الطريقة ، يجب على بنات جميع الأمهات أن يضعن في اعتبارهن أنه لا يمكن الحفاظ على كرامة الملكة من خلال بيع الجمال الرخيص وضوء الشباب.
اليوم هي السنة الثامنة التي فقدت فيها والدتي. أينما نظرت في العالم ، أشعر بالفراغ. لم ياتي العيد في حياتي ابدا. في غرفة منعزلة ، أصرخ أحيانًا ، وأحيانًا أكون همهمة وأحيانًا أضع رأسي على الوسادة وأبكي بكل فخر. – إذا كانت متسخة ، فستحتفظ بها بعيدًا. سيدتي ، لا تقل لي أي نوع من الأشخاص أنت. لا يوجد مقارنة مع أي شخص في هذا العالم. “لقد تاهت في لحن الأغنية التي ألفتها نفسي.
أمي ، حلمي ، نجاحي لا قيمة له ولا قيمة له بدونك. سيحبني ابني وزوجتي بقدر ما أحتاجهما. لكنك تلك الأم. لم يتصل بي بأي تبادل أو فكرة تجارية. أمي ، أحمل في قلبي ذكرى حياتك. أنت تبكي في حزني ، تضحك مرة أخرى في سعادتي. أمك المتجولة عبر عالم الخيال. أنت خالد. ما زلت أشعر بحركتك يا أمي. أمي ، عندما أذهب إلى أي مكان من المنزل ، كنت تأتي ورائي إلى الباب الأمامي وتقف في خالي ممسكًا بالباب. حتى اليوم أرى أمي ، أنت تقف ممسكًا بهذا الباب – سيعود ابنك الجميل ماسوم في حضنك مرة أخرى.
والدموع في عيني ، أهدي هذا المقال لجميع الأمهات حول العالم ، متمنياً لهن التوفيق في يوم الأم العالمي.
المؤلف ، معصوم بالله ، محرر ، sangrahabarta.com ، رئيس NNC. (7 مايو 2022)