পটুয়াখালীর কুয়াকাটায় বড় ভাইকে (৯) গাছে বেঁধে রেখে ছোট বোনকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের (১৬) বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে পশ্চিম কুয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ওই শিশুর মা মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। বিস্তারিত
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগে ওই দিন দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। বিস্তারিত
কেউ বলবেন- কেয়ামতের আলামত। কেউ বলবেন- নেটদুনিয়ার পর্ণগ্রাফির প্রভাব। কেউ বলবেন- নৈতিক শিক্ষার অভাব। কেউ কিছু না বলে খবরটি পড়ে নিরবতা পালন করবেন। কিন্তু একবারও ভেবেছেন এভাবে চলতে থাকলে কী পরিস্থিতির সমুক্ষিণ হতে হবে জাতিকে?
১৬ বছরে যৌনতার ১৬ কলা রপ্ত কিশোর তার টার্গেট কেন শিশুর প্রতি? যৌন নিপীড়নের শিকার হতে হয় কেনো বাংলার শিশুদেরকে বারবার? রক্ষাকারি ভাইকে গাছের সাথে বেঁধে শিশুবোনের রক্তস্নাত দেহের ওপর পৈশাচিকতার প্রচেষ্টার মানসিকতা কোন মানদন্ডে মাপবেন? কী বিচারইবা করবেন? আসামীতো এখনো ১৮ই পার করেনি। শাস্তি বিধানের আওতায় পড়েনি সে অপরাধী। অথচ তার অপরাধ এতটাই গুরুতর, ভয়াবহ ও পরিকল্পিত যাতে তার শাস্তিতে সামান্য শিথিলতার সুযোগ নেই।
রাষ্ট্র এই অপরাধের কী শাস্তি বিধান দিবে? আর এই রাষ্ট্রের শিশুদের কিভাবে সুরক্ষা সুনিশ্চিত করবেন? তাই এখন ভাবনার বড় বিষয় হয়ে দাড়িয়েছে।