দেশের সকল সংবাদ মাধ্যমের সমন্বয়ে সংবাদের একটি জাদুঘর প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি National News Collection Foundation ২০০৯ সালে প্রতিষ্ঠিত।
উক্ত ফাউন্ডেশনের প্রকল্প সংবাদ জাদুঘরের মুখপত্র সংগ্রহ বার্তা অনলাইনে বিষয়ভিত্তিক সংবাদ সংগ্রহ কার্যক্রম সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। চলমান সংবাদ সংগ্রহে একদিকে দেশের উন্নয়নের অদম্য অগ্রযাত্রাকে যারা বাঁধাগ্রস্থ করছে তাদের চালচিত্র ফুটে উঠছে অন্যদিকে যারা দেশপ্রেমে আত্মনিবেদিত সততা, স্বচ্ছতা ও মহানুভবতায় অনন্য তাদের বিষয়েও এনএনসি ও সংগ্রহ বার্তায় উঠে আসছে।
স্বাধীনতা অর্জনে অনবদ্য অবদানের ইতিহাস চির উজ্জ্বল হয়ে আছে যে বাহিনীর; যাদের ২৪ ঘন্টা খোলা চোখের জন্য বাংলা মায়ের কোলে তার সন্তানরা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে; সেই পুলিশ বাহিনীর মধ্যে যেমন কতিপয় দুর্নীতি পরায়ণ কর্মকর্তাদের কথা শোনা যায়। তেমনি তার বিপরীতে আছে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে নিবেদিত পুলিশের উর্ধ্বতন অনেক কর্মকর্তাদের কথাও।
কবি নজরুলের “মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য”র বাস্তবতা যাদের জীবনে তাদের একজন ইঞ্জিনিয়ার এ জেড এম নাফিউল ইসলাম। বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)’র আসনে থেকে একদিকে রাষ্ট্রের গুরু দায়িত্ব যেমন সততা ও নিষ্ঠার সাথে পালন করেন তেমনি আবার মানবতার সেবায় অতিসাধারণের পাশে গিয়ে দাড়াতেও তিনি কুন্ঠাবোধ করেন না।
করোনাকালীন দফায় দফায় চলনবিল অধ্যুষিত নাটোর ও সিংড়ার অগণিত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, জীবাণুনাশক স্প্রে ও মাস্ক বিতরণের মধ্যদিয়ে তিনি যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
দুষ্টের দমন আর শিষ্টের পালনেই পৃথিবী টিকে আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশের সব বাহিনীতে ভালো লোকের নিয়োগ দিতে হবে। বিশেষভাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উন্নত চরিত্রের অধিকারিদের যত স্থান হবে; বাংলাদেশ তত বিশ্বসেরা আবাসযোগ্য ভূমিতে রূপান্তরিত হবে বলে মন্তব্য করেন সংবাদ জাদুঘরের রূপকার সংগ্রহ বার্তার সম্পাদক ও এনএনসির প্রেসিডেন্ট মাসুম বিল্লাহ।