সংবাদের ১টি জাদুঘর (নিউজিয়াম) প্রতিষ্ঠার প্রয়াসে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি National News Collection Foundation প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে।
সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে কত কী আছে তারওপরে আবার বেসরকারিভাবে আরেকটা আর্কাইভ প্রতিষ্ঠা করার যৌক্তিকতা খুঁজে পান না অনেকেই। আসলে এনএনসির প্রস্তাবিত সংবাদ জাদুঘর যে আর্কাইভের অনুকরণে নয়; তা না বোঝার কারণে দীর্ঘ ১২ বছরেও সাংবাদিকের মর্যাদা, নাগরিকের অধিকার আর সরকারের সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ উদ্যোগটি সফল হয়নি।
সম্প্রতি সংগ্রহ বার্তা.কম sangrahabarta.com নামে একটি নিউজ পোর্টালের মাধ্যমে বিষয়ভিত্তিক সংবাদ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সেখানে সংগ্রহকৃত সংবাদের ভিত্তিতে প্রতিদিনের একটি অপরাধচিত্র তুলে ধরা হয়। যে অপরাধগুলো বৃদ্ধি পেলে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা কঠিন হবে আর কমে আসলে দেশকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তর করা সম্ভব হবে।
সংবাদ জাদুঘরে শুধু অপরাধচিত্র প্রদর্শিত হবেনা; বরং দেশের উন্নয়ন ও সম্ভাবনাময় দিকগুলোও তুলে ধরা হবে। আর সেজন্যই সংগ্রহ বার্তায় প্রথম অপসনে রয়েছে “সংবাদচিত্রে বাংলাদেশ”। জনশক্তি নিয়োগের অভাবে সংগ্রহ বার্তার “সংবাদচিত্রে বাংলাদেশ” এ উঠে আসছে দেশের অনাকাংখিত খবরগুলো। আর সে অনাকাংখিত খবরের শীর্ষে হত্যাকান্ড।
রক্তপাতমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশের কোন এলাকায় বেশি হত্যাকান্ড সংঘটিত হয়? সে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে এনএনসি ও সংগ্রহ বার্তা সদা সচেষ্ট। কিন্তু খবরের হেড লাইন দেখে অনেক সময় বোঝার উপায় থাকেনা যে খবরটি একটি জঘন্যতম হত্যাকান্ডের। যেমন গত ২৩ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত ‘বুঝিয়েছি, একদিন বিপদ হবে, কিন্তু শুনত না’ হেড লাইনের খবরটি যে একটি হত্যাকান্ডের তা আমাদের বুঝতে অনেক সময় লেগেছে।
রক্তপাতমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনার অবদান সুনিশ্চিত করতে দেশের যেকোনো প্রান্তে সংঘটিত জঘন্যতম হত্যাকান্ডের সংবাদটি সহজ ভাষায় উপস্থাপনের অনুরোধ রইল হে মহান সাংবাদিক।