‘সংগ্রহ বার্তা’ দেশের সকল অনলাইন সংবাদ মাধ্যমের সংযোগস্থল হিসেবে কাজ করে যাচ্ছে। এক ও অভিন্ন বিষয়ে কোন সংবাদ মাধ্যমে কখন কি প্রকাশিত হয়েছিল তা একসঙ্গে খুঁজে পেতে ‘সংগ্রহ বার্তা’ সহায়ক হবে। জনপ্রিয় সংবাদ মাধ্যমকে আরো বেশি অনলাইন সংযোগে ‘সংগ্রহ বার্তা’ অনন্য ভূমিকা পালন করতে পারবে বলে ‘সংগ্রহ বার্তা’ পরিবারের প্রায়সব সদস্যরাই দৃঢ়তা প্রকাশ করেন। সেই সাথে তারা সংবাদ জাদুঘর (নিউজিয়াম) প্রতিষ্ঠায় সফলতার স্বপ্ন দেখেন। যেখানে দেশের সংবাদ মাধ্যমের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষিত হবে। নিশ্চিতভাবে যথাযোগ্য মর্যাদা সংরক্ষিত হবে প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদকদের।
সংবাদ পাঠকরা তাদের প্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ বিষয়ভিত্তিক খুঁজে খুঁজে পড়ার সুযোগ পাবেন ‘সংগ্রহ বার্তা’ লিঙ্ক থেকে। যেখানে শুধুমাত্র কাংখিত বিষয়ে উদ্ধৃতি দেওয়া থাকে। প্রতিটি বিষয়ে বিস্তারিত পড়তে হলে তাকে মূল সংবাদ মাধ্যমের অনলাইন ভার্সনে প্রবেশ করতে হবে।
নিজস্ব সংবাদ ছাড়া ‘সংগ্রহ বার্তা’ অন্যকোনো সংবাদ মাধ্যমের সংবাদ কখনোই সম্পূর্ণ প্রকাশ করেনা। সর্বোচ্চ ৫ লাইন আকর্ষণীয় লেখার সাথে লিঙ্ক সংযুক্ত করে দেওয়াই ‘সংগ্রহ বার্তা’র কাজ। আর সেকাজে দেশের কোনো সংবাদ মাধ্যমকে কোনোভাবে তারতম্য করে দেখেনা ‘সংগ্রহ বার্তা’ পরিবারের কেউ।
দেশের সকল সংবাদ মাধ্যমকে সমান গুরুত্ব ও সমান মর্যাদা দিতে সদা সচেষ্ট ‘সংগ্রহ বার্তা’ কর্তৃপক্ষ। টাচস্ক্রীন থেকে এক মূহর্তের জন্যও যেন দেশের সংবাদ মাধ্যম থেকে কেউ বিচ্ছিন্ন না থাকে; সে প্রত্যাশায় ‘সংগ্রহ বার্তা’ ও জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি বাংলাদেশ।