ইতালি প্রতিনিধিঃ
ইতালির মিলানে পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন দেশের অংশগ্রহণে প্রতিবছর আয়োজন করা হয় ট্রাভেল এক্সিভিশন ( বিট ) মেলা। করোনার কারণে গত দুইবছর বন্ধের পর এই বছর পুনরায় আয়োজন করা হয়েছে ট্রাভেল এক্সিবিশন মেলা ২০২২। তবে এই বারের মেলায় বিভিন্ন দেশের অংশগ্রহণের সংখ্যা কম আবারো মেলায় দর্শনার্থীর সংখ্যাও অনেকটাই কম লক্ষ্য করা যায়। ইতালির পর্যটকনির্ভর যে স্থানগুলো রয়েছে সেই সব শহরের প্রতিনিধিরা তাদের পর্যটন স্থানগুলো পর্যটকদের আকৃষ্ট করতে নানানা সুযোগ সুবিধা সহ বিভিন্ন ধরণের অফার নিয়ে তারা এই মেলায় অংশগ্রহণ করেন এবং তাদের শহরের সুন্দর সুন্দর স্থানগুলো পরিদর্শনের সুযোগ সুবিধা গুলো উপস্থাপন করেন। এই মেলায় আগত পর্যটকরা তাদের পছন্দের স্থান বিশ্বের যে কোনো দেশের সম্পর্কে সরাসরি অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিদের কাছ থেকে জানতে পারে খুব সহজেই। প্রায় পঞ্চাশটি দেশের অংশগ্রহণে ইতালির সব নামকরা শহরের প্রতিনিধিরা এই বছরের মেলায় অংশগ্রহণ করেছে। তার মধ্য ইতালির মিলান ,ভেনেতো, ফুলিয়া ,সারদেনিয়া,সিসিলিয়া ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মধ্য কানাডা ,অস্ট্রেলিয়া ,স্লোভানিয়া ,বলিভিয়া ,রোমানিয়া ,মরিশাস ,আর্জেন্টিনা ,ব্রাজিল ,মরোক্ক, সেনেগাল উল্লেখযোগ্য। তবে অন্যান্য বছর ভারত শ্রীলংকা বাংলাদেশ সহ এশিয়া ও মধ্যপ্রাচ্চর দেশ গুলো অংশগ্রহণ করলেও এই বছর কোনো দেশ অংশগ্রহণ করেনি। ১০ এপ্রিল থেকে ১২ এপ্রিল এই মেলা অনুষ্ঠিত হবে। এই বছর দর্শনার্থীদের সংখ্যা কম হওয়াতে আয়োজকদের কিছুটা হতাশ লক্ষ করা যায়।