সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ থামাতে গিয়ে সালেহ আহমদ (৩৫) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাতটার দিকে উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সালেহ আহমদ হরিপুর বাজার এলাকার হাউদপাড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি কোন মাদ্রাসার শিক্ষক, তা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় কয়েক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে উপজেলার হরিপুর বাজার এলাকার শ্যামপুর ও হাউদপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে গতকাল রোববার রাত থেকে পাল্টাপাল্টি ধাওয়া হয়। আজ ভোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নেন। তখন হাউদপাড়া গ্রামের বাসিন্দা সালেহ আহমদসহ কয়েক ব্যক্তি বিষয়টি মধ্যস্থতা করে মীমাংসার উদ্যোগ নেন। সকাল সাতটার দিকে সংঘর্ষ থামাতে তাঁরা দুই পক্ষের সহায়তা চাইলে হরিপুর বাজার এলাকায় সালেহ আহমদ হামলার শিকার হন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। বিস্তারিত
এনএনসি’র জিজ্ঞাসা- জৈন্তাপুর উপজেলা নির্বাহী কার্যালয় থেকে বিবাদমান গ্রামের দূরত্ব কতদূর? রোববার রাত থেকে পাল্টাপাল্টি ধাওয়া এবং পরের দিন মসজিদের মাইকে আত্মঘাতি ঘোষণা কি সরকারের সংশ্লিষ্ট কারো কানে পৌছেনি? গ্রামের মেম্বার চেয়ারম্যান চকিদার কেউ ছিলনা। সচেতন নাগরিক কিংবা মোবাইল সাংবাদিকও ছিলনা?
এমন বর্বরোচিত ঘটনায় দেশের সীমানার মধ্যে বলে মনে হয়না। সম্মানীত পাঠকদের কি মনে হয়? কমেন্টস করে জানাবেন