রায়গঞ্জ সিরাজগঞ্জ (প্রতিনিধি) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা বাজার এলাকায় অবস্থিত পরিতোষ ঘোষের অস্বাস্থ্যকর কারখানায় ছানার উপর পড়ে আছে মাছি। জানা যায়, উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘোষ পাড়ার বাসিন্দা পরিতোষ ঘোষ দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে দই মিষ্টি ও সন্দেশ। ২৯ শে মার্চ সরোজমিনে কয়েক জন সংবাদ কর্মী তথ্য সংগ্রহ করতে পরিতোষের কারখানায় হাজির হয়। পরে সেখানে দেখতে পায় অসংখ্য মাছি ছানার উপর পরে আছে। মূর্হুতের মধ্যেই ছানার উপর পরে থাকা মাছির ছবি ক্যামেরা বন্ধি করে সংবাদ কর্মীরা। অপর দিকে পণ্য সামগ্রী তৈরির বাসন পত্র অপরিছন্ন দেখা যায়। দই মিষ্টি ও সন্দেশ তৈরির জ্বালানি কাঠ খড়ি গুলো ঘরের ভিতর যত্রতত্র পড়ে আছে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টি তৈরি করে নিজ দোকান সহ বিভিন্ন বাজারে সরবরাহ করছে পরিতোষ ঘোষ। এই দই মিষ্টি ক্রয় করে স্বাস্হ্য ঝুকিতে রয়েছে সাধারন মানুষ। এ ব্যাপারে কারখানার মালিক পরিতোষ ঘোষের কাছে জানতে চাইলে তিনি নানামুখী অজুহাত দিয়ে কেটে পড়েন।