দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে হাহাকার অবস্থা চলছেঃ সংসদে চুন্নু
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বিতর্ক হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু নিজে বাজার যাওয়ার দাবি করে বলেন, জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। সরকারের উদ্যোগ তেমন কোন কাজে আসছে না। বিস্তারিত
খাদ্যপণ্যের দাম অনেক কমেছেঃ সংসদে তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এক কোটি কার্ড দেওয়ার পর দ্রব্যমূল্য কমেছে বলে দাবি করেন।
এদিন বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে মুজিবুল হক চুন্নু বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন- দেশে যে উন্নয়ন হচ্ছে যারা দেখে না তাদের চোখ নষ্ট। তাদেরকে ডাক্তার দেখাতে হবে। না, প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করছি। আমরা দেখতে পাচ্ছি। উন্নয়ন হচ্ছে অনেক কিছুর কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে মানুষের হাহাকার অবস্থা।’ বিস্তারিত