শুভ জন্মদিন আম্মাজান।
তুমি যখন বলো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা তখন মনে হয় এর চেয়ে সুখের আর কিছু নেই। তুমি আছো বলেই ঘর আলোকিত।
প্রসব বেদনার কষ্টের সাথে পৃথিবীর কোন কষ্টের তুলনা চলে না। কিন্তু তোমাকে জন্মদানের পর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে ভুলে গিয়েছিলাম জীবনের সেই সব কষ্ট। মায়ের অনুভূতি কেমন তা অনুভব করেছিলাম। মনে হয়েছিল জীবনে বাঁচার জন্য খুব বেশী কিছুর প্রয়োজন নেই। এমন ফুটফুটে পুতুলের মত কন্যাকে প্রথম কোলে নিয়ে মনে হয়েছিল এর জন্য এক জীবন পাড়ি দেয়া যায়।
সব মায়েরদের অনুভুতি হয়ত একই রকম। হোক সে মা শিক্ষিত বা অশিক্ষিত, ধনি বা দরিদ্র। কিন্তু গর্ভে ধারণ করার অনুভূতি একই। জন্মদানের ব্যথা একই , সেটা দেশে কিংবা বিদেশে সবখানে। মায়ের ভালোবাসা অনুভূতির মধ্যে কোন পার্থক্য নেই। সামাজিক অবস্থানে হয়ত পার্থক্য আছে, শিক্ষায় হয়ত পার্থক্য আছে। কিন্তু সন্তানের প্রতি মায়ের যে অনুভব, যে ভালোবাসা তা দরিদ্র থেকে ধনী সব একই রকম।
দোয়া করি সুস্থ সুন্দরভাবে বাঁচো। নিজের মত করে বাঁচো। শুধু অর্থ নয়, আনন্দ নিয়ে ভালোবাসা নিয়ে পথ চলো এটাই কাম্য।
-এম.আর ফারজানা