বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান তরুণী আনিমা হায়াৎ অ্যানি মাত্র ১৯ বছর বয়সে নৃশংসভাবে খুন হয়েছিলেন সিডনিতে, পাকিস্তানি বয়ফ্রেন্ডের হাতে। ৩০ জানুয়ারি ২০২২। তাকে খুন করে এসিডের ভেতর চুবিয়ে রাখা হয়েছিল বাথ টবে। পায়ের গোড়ালি ছাড়া আর কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ। অ্যানি ছিল মেডিকেলের মেধাবী ছাত্রী।
এই ঘটনাটি যখন ঘটে আমি তখন ঢাকায় থাকলেও চোখ ছিল সিডনিতে। অবাক হয়ে দেখলাম, বাংলাদেশি একটি দুটি সংগঠন ছাড়া এ বিষয় নিয়ে আর কেউ কথা বললো না। সাংগঠনিকভাবে কোন পত্রিকায় বিবৃতি দিলো না কিংবা অ্যানির পরিবারের সঙ্গে গিয়ে দেখাও করলো না।
সিডনিতে আছে প্রায় ৭৫টি বাংলাদেশি সংগঠন। অ্যানি হত্যার পর কেটে গেছে প্রায় ২ মাস। এর মধ্যে সংগঠনগুলো নানা উৎসব, অনুষ্ঠান উদযাপন করেছে। অথচ কমিউনিটির একজন তরুণীর ভয়ংকর এই হত্যাকান্ড নিয়ে কোন সংগঠন করে নি কোন সেমিনার কিংবা প্রতিবাদ সভা।
বিশেষ করে আমাদের নারী সংগঠনগুলোর নীরবতা আমাকে বিস্মিত করেছে – Akidul Islam