দীর্ঘদিন ধরেই অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। তিনি কিডনি রোগে ভুগছেন বলে কয়েকটি সূত্র জানায়। ২০১৬ সালে মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে একুশে পদক পেয়েছেন। ২০০৪ সালে শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজনার জন্য ৯ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মেরিল-প্রথম আলো পুরস্কারে এ পর্যন্ত সাতবার শ্রেষ্ঠ প্রযোজক হিসাবে পুরস্কৃত হয়েছেন। এ প্রযোজকের প্রযোজিত চলচ্চিত্রগুলো এযাবৎ ২১১টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক ও টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনার জন্য বাচসাসসহ বিভিন্ন সংগঠন তাকে পুরস্কারে ভূষিত করেছে। শিশুসাহিত্যে অবদানের জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণপদক, টেনাশিনাস পদক, ইউরো শিশুসাহিত্য পুরস্কার ও দাদাভাই শিশুসাহিত্য পুরস্কার ২০১৯। শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজনার জন্য ফরিদুর রেজা সাগর বিদেশেও বহুবার নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। শতাধিক গ্রন্থের লেখক ফরিদুর রেজা সাগরের লেখা ‘ছোট কাকু সিরিজ’ ছোট-বড় সবার কাছে সমান জনপ্রিয়তা পেয়েছে।
জনপ্রিয় এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব যাতে সুস্থ্য হয়ে দেশে ফিরে আসতে পারেন; তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থণা করছেন জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ও সংগ্রহ বার্তা পরিবার। বিস্তারিত