যৌতুক ও নির্যাতনসহ পারিবারিক নানান ঝামেলা নিয়ে স্বামীদের বিরুদ্ধে সুনামগঞ্জে আদালতে পৃথক মামলা করেছিলেন ৫০ জন নারী। দীর্ঘদিন পর এসব মামলার রায়ে স্বামী-স্ত্রীর মধ্যে মিল করে দিয়েছেন আদালতের বিচারক। এরপর আদালত প্রাঙ্গণ থেকে এসব নারীরা ফিরেছেন তাদের স্বামীর ঘরে।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন পৃথক এই ৫০ মামলার রায় দেন। এতে ৫০টি পরিবার ভাঙনের হাত থেকে রক্ষা পেল। আদালত কোনো আসামিকে কারাগারে না পাঠিয়ে সংসারজীবন চালিয়ে যাওয়ার শর্তে বাদীদের সঙ্গে আপস করান। পরে স্বামীরা স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি ফেরেন। আদালতের কর্মচারীরা তখন তাদের ফুল দিয়ে শুভকামনা জানান। ব্যতিক্রমী এই রায়ে মামলার বাদী-বিবাদী সবাই খুশি। বিস্তারিত আরটিভিঅনলাইন.কমএ