’৫২-এর ২১ ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন আমতলায় ছাত্রসভা। নুরুল আমীন সরকার আরোপিত ১৪৪ ধারা ভঙ্গের প্রস্তুতি। ছাত্রসভার সিদ্ধান্ত মোতাবেক ১০ জন মিছিল করে ১৪৪ ধারা ভাঙবে। ছাত্রসমাজ প্রতিবাদ মিছিল করে ১৪৪ ধারা ভাঙলো। সরকারের পেটোয়া পুলিশ বাহিনী গুলি ছুঁড়লে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়। বঙ্গবন্ধু তখন কারারুদ্ধ। কারাগারেই তিনি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে একাত্মতা প্রকাশ করে অনশন করেন। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে তিনি আরও লিখেছেন, ‘মাতৃভাষার অপমান কোন জাতি সহ্য করতে পারে না। পাকিস্তানের জনগণের শতকরা ছাপ্পান্ন জন বাংলা ভাষাভাষী হয়েও শুধুমাত্র বাংলাকে রাষ্ট্রভাষা বাঙালিরা করতে চায় নাই। তারা চেয়েছে বাংলার সাথে উর্দুকেও রাষ্ট্রভাষা করা হোক, তাতে আপত্তি নাই। কিন্তু বাঙালির এই উদারতাটাই অনেকে দুর্বলতা হিসেবে গ্রহণ করে নিয়েছে। ’ (পৃষ্ঠা-১৯৮)। ’৫২-এর একুশে ফেব্রুয়ারির আন্দোলন দেশের গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছিল। গ্রামে গ্রামে মিছিল হতো। সেই মিছিলে স্কুলের ছাত্রদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমি তখন তৃতীয় শ্রেণীর ছাত্র। মনে আছে তখনকার স্লোগান, ‘শহীদ স্মৃতি অমর হউক,’ ‘রাষ্ট্রভাষা বাংলা চাই,’ ‘আমার ভাষা তোমার ভাষা, বাংলা ভাষা বাংলা ভাষা’।
এনএনসি সিরাজগঞ্জ শাখায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। নানা আনুষ্ঠানিকতার মধ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় উপস্থিত ছিলেন এনএনসি সিরাজগঞ্জ শাখার সভাপতি শাহীন খান, সহ সভাপতি আসলাম উদ্দিন, কার্যকরি সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ, বন্ধন শিল্পকলা একাডেমীর সভাপতি মোঃ ইমরান তালুকদার এবং বিশিষ্ট কবি ও লেখক মোঃ সাগর ইসলাম এবং স্মার্ট বয়েজ এর শিক্ষার্থীবৃন্দ। মহান ২১এর ওপর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে সিরাজগঞ্জের বন্ধন শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।
২ Comments
Aslam Uddin
এনএনসির গর্বিত অংশ হতে পেরে আমরা কৃতজ্ঞ।
admin
ধন্যবাদ