নিজেস্বপ্রতিবেদক: দেশে অনেক রকম প্রতারক আছে তার মধ্যে প্রবাসে বসে বাংলাদেশের মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার প্রতরনা খুব কম দেখা যায়,তার পরেও আমাদের সমাজে নানান অপরাধ প্রতিনিয়ত জন্ম নিচ্ছে। অভিযোগ উঠেছে ঢাকার লালবাগ থানায় অবস্থিত জাকির হোসেনের পুত্র অপুর বিরুদ্ধে। অপু ২০১৮ সালে চাকুরির জন্য বাহরাইনে পারি জমায়, সেখানে বিভিন্ন অসুবিধার কারনে পূর্ব পরিচিত ফতুল্লা থানাধিন আখির কাছ থেকে ১৫ হাজার টাকা ধঅর হিসেবে নেয়। বেশ কয়েক মাস অতিবাহিত হলে আখি অপুর নিকট তার দেওয়া টাকা ফেরত চাইলে সে নানান অযুহাত দেখায় এমনকি টাকা দিবে না এই মর্মে আখিকে জানাই। আখি এই বিচার কাকে দিবে? পরবর্তিতে অপু দেশে ফেরত আসলে আখি জানকে পেরে অপুর সাথে দেখা করে টাকাটা ফেরত চাহিলে তাকে নানা হুমকি ধামকি দেয়। আখি একজন মেয়ে মানুষ হয়ে একজন ছেলের বিরুদ্ধে সামান্য কিছু টাকার জন্য লড়বে? সুত্রে আরো জানা যায় অপু বিভিন্ন মানুষের কাছ থেকে এভাবে টাকা ধার নিয়ে পরবর্তিতে আর ফেরত দেয়না কেউ তার বিরুদ্ধে কিছু বললে বড়ভাইদের ভয় দেখায়। আখি জানাই সে বিভিন্ন মানুষের সাথে প্রতারনা কওর হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, মানুষ ভয়ে প্রশাসনকে অবহিত করতে পারে না তাই আমি বাধ্য হয়ে গণমাধ্যমের কাছে বিষয়টি অবহিত করলাম। বিপদের সময় তাকে কষ্টের টাকা ধার দিয়ে সহযোগিতা করেছিলাম আজ সেই ব্যাক্তি অশিকার করছে এর বিচার চাই আমি।