নিউজস্বাধীন বাংলা: নারায়ণগঞ্জের এতিহ্যবাহী ওসমান পরিবারের ৫ম প্রজন্ম পুরুষ অয়ন ওসমানের ছেলে হওয়ায় বন্দর যুবলীগ নেতা খান মাসুদের মিষ্টি বিতরণ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ মিনিটে ঢাকার এ্যাপেলো হাসপাতালে সাংসদ শামীম ওসমানের একমাত্র ছেলে অয়ন ওসমানের পুত্র সন্তান জন্মগ্রহন করে।
অয়ন ওসমানের পুত্র সন্তান জন্ম গ্রহন করায় নারায়ণগঞ্জে রাজনৈতিক অঙ্গনের মাঝে আনান্দ উল্লাস ও মিষ্টি বিতরণ শুরু হয়। এ উপলক্ষে বাদ আছর বন্দর থানা যুবলীগের অন্যতম নেতা খান মাসুদের উদ্যোগে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
অয়ন ওসমানের পুত্র সন্তান হওয়ায় খান মাসুদ বিকেল থেকে সন্ধা পর্যন্ত বন্দর ঘাটের মাঝি, বেবি চালক,সিএনজি চালক,অটো চালক ও পথচারীদেরকে মিষ্টি মুখ করান। খান মাসুদ বলেন ওসমান পরিবারের ৫ম প্রজন্ম পুরুষ এই পৃথিবীর আলো দেখলো, আমরা অয়ন ওসমানের ছেলের সুস্বাস্থ্য কামনা করি মহান রাব্বুল আলামীনের কাছে।