নিউজস্বাধীন বাংলা ঃ সোনারগাঁয়ে ব্যাপক ভাবে উন্নয়নের কাজ করে যাচ্ছি কিন্তু এক শ্রেণীর মানুষ এ উন্নয়ন পছন্দ করেন না বললেন এম পি লিয়াকত হোসেন খোকা। তিনি আরো বলেন যারা সোনারগাঁওয়ের উন্নয়নের বিরোধী তারাই বাহিরের সাংবাদিকদের দিয়ে মিথ্যা সংবাদ লিখে । গত ২২ শে সেপ্টম্বর ২০১৯ তারিখ রবিবার রূপগঞ্জের একজন সাংবাদিক মানবজমিন পত্রিকায় লিখেছে সওজের জায়গায় এম পি খোকার অবৈধ মাকের্ট । এ সংবাদটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট ।
গতকাল ২৩ শে সেপ্টম্বর নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা এম পি সাংবাদিকদের বলেন মানবজমিন পত্রিকায় লিখেছে সওজের ২ বিঘা জায়গা দখল করে মার্কেট নির্মাণ , আমার ভাই মনির হোসেন মাদক ব্যবসা করে , ভাতিজা জাবেদ সন্ত্রাসী করে সওজের জায়গা দখল করে সি এন জি স্টেশন নির্মাণ করে এবং চাঁদাবাজী করে সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমি এর তীব্র নিন্দা জানাই। তিনি আরো বলেন মোগড়াপাড়া চৌরাস্তা সুপার মার্কেট আয়ুব প্লাজা আমার বাবার নামে মার্কেট । এটা সম্পূর্ন বৈধ মার্কেট। আমি এম পি হওয়ার অনেক আগে এ মার্কেট নির্মাণ । আমার ভাই , ভাতিজারা সবসময় তাদেরকে দুরে রাখি । আমার ভাই সবসময় নারায়ণগঞ্জে পরে থাকে , সোনারগাঁওয়ে আসেনা । আমি তাদেরকে দুরে রাখি যাতে তারা কোন প্রাকার টেন্ডারবাজী ,চাঁদাবাজী না করতে পারে । তবুও তাদের নামে মিথ্যা সংবাদ । সোনারগাঁওয়ে প্রায় ৬ বছরে যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার পর হয়নাই । রাস্তা ঘাট,স্কুল কলেজ, মসজিদ মন্দির সহ প্রতিটি সেক্টরে উন্নয়ন করে যাচ্ছি । যারা স্বাধীনতার বিরোধী শক্তিরা এ উন্নয়ন চোখে পরেনা , তারাই সবসময় মিথ্যা ও গুজ¦ব ছড়ায়।