নিউজস্বাধীন বাংলা: রাজধানীতে জুয়ার আসর ও ক্যাসিনোতে অভিযানের পর এবার স্পা সেন্টার গুলোতে অভিযান শুরু করে পুলিশ। ২২ সেপ্টম্বর রোববার রাত ৮.৩০ মিঃ দিকে গুলশানের নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলায় অবস্থিত তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ১৬ নারী ও ৩ জন পুরুষসহ ১৯ জনকে আটক করে গুলশান থানা পুলিশ। স্পা সেন্টার গুলোর নাম যথাক্রমে -লাইভ স্টাইল হেল্থ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেুলন, ম্যাঙ্গো স্পা, রেডিডেন্স সেলুন-২ অ্যান্ড স্পা। গুলশান থানার ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায় অভিযান চালানোর আগে ক্লাইন্ট পরিচয়ে দিয়ে ভিতরে প্রবেশ করি পরে অনৈতিককাজ দেখতে পাওয়ায় সাথে সাথে অভিযান চালানো হয়। ১৬ জন নারী ও ৩ জন পুরুষ এদের মধ্যে কয়েকজন গণমাধ্যম কর্মীদের জানান আমরা মাসাজ করতে এসেছি, কেউ বলছেন সেলুন ভেবে এসেছি পরক্ষনে পুলিশের অভিযানে অবরুদ্ধ হয়ে পরেছি। কর্মরত মহিলাদের মধ্যে একজন জানান আমি একজনের মাধ্যমে এখানে স্পা কাজ করা জন্য এসেছি এর বিনিময়ে মাসে ১৫ হাজার টাকা স্যালারি পেয়ে থাকি। এ বিষয়ে গুলসান থানার ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তী গণমাধ্যমকে জানান গোপন সংবাদের ভিত্তিতে এখানে অনৈতিক কাজের অভিযোগ থাকায় এই অভিযান। পার্লারের অনুমতি নিয়ে স্পা ব্যাবসার আরালে দেহব্যবসা করে আসছে এই প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানটি মালিক পক্ষ কারা, কারা এটি পরিচালনা করতে তা সার্বিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষন করছি। আটককৃব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত বেড়িয়ে আসবে এবং প্রয়োজনে দ্রæত মামলা করা হবে।