মোঃ পন্ডিত হোসেন: সদর উপজেলা গোগনগর ইউনিয়নের সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের মেনেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । নির্বাচনে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতা ও ৪ জন অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয় ।
শনিবার ২১ সেপ্টেম্বর সকাল ৯টায় থেকে বিকাল ৪টায় পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।১৪ শত ভোটার মধ্যে ৯৪১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।
অভিভাবক সদস্য পদে মোট ৮ জন প্রাথী বিভিন্ন সংখ্যা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে।তার মধ্যে ৪ জন প্রাথী চারটি সংখ্যা প্রতীকী নিয়ে বিজয় হন। ৬ সংখ্যা নিয়ে প্রথম হন মাসুদ সিকদার ।তার প্রাপ্ত ভোট হচ্ছে ৪৪৪টি।২ সংখ্যা নিয়ে দিতীয় হন ইমতিয়াজ আলম সাহাবুব।তার প্রাপ্ত ভোট হচ্ছে ৩৪৩টি। ৩ সংখ্যা নিয়ে তৃতীয় হন কামাল হোসেন । তার প্রাপ্ত ভোট হচ্ছে ৩৩৮ টি। ৪ সংখ্যা নিয়ে চতুর্থ হন। নজরুল ইসলাম সরদার। তার প্রাপ্ত ভোট ৩২৩টি
নারায়ণগঞ্জ জেলা নির্বাহী মেজিষ্টেট বঙ্গবন্ধু নির্বাচন পরিদর্শন করে এ প্রতিবেদকে জানান শান্তিপুর্নভাবে নির্বাচন হয়েছে । কোন অনিয়ম কাজ করেনি এবং শেষ পর্যন্ত শান্তিপুর্ন পরিবেশ বজায় ছিল। নির্বাচনে প্রিজাইডিং অফিসার। হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার শিক্ষা অফিসার এস এম আবু তালেব।