নিউজস্বাধীন বাংলা: নারায়ণগঞ্জ বন্দরে ছেলে আমজাদ (৩৭) কে জামিনের কথা বলে বাবা গিয়াস উদ্দিনের কাছ থেকে আড়াইলক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কাঁচপুর নয়াবাড়ি এলাকার আমানউল্লাহ , ঢাকা ওয়ারি এলাকার ওহিদুল ইসলাম আপেল, সদর থানাধীন খানপুর ব্যাংক কলোনি এলাকার হিরা ভবনের মালিকের পুত্র জাকারিয়া হিরা, বন্দর থানধীন ইটালী বিল্ডিং সংলগ্ন এলাকার রাজ্জাক নামক ৪ প্রতারক।
অভিযোগ সুত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন বলেন আমার পুত্র আমজাদ বন্দর থানায় মামলায় গ্রেপ্তার হলে বিবাদী ওয়াহিদুল ইসলাম ওরফে আপেল নিজেকে জজ সাহেবের বোনের জামাই ও মুহুরী পরিচয় দিয়ে আমার পুত্রকে হাইকোর্ট থেকে জামিনে বের করে দিবে বলে জানায়। জামিনে বের করতে উক্ত বিবাদী ৩ বারে আড়াইলক্ষ টাকা হাতিয়ে নেয়। উক্ত বিবাদী বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য দিয়ে আমার কাছ থেকে টাকা গুলো নিয়ে থাকে। বিবাদীর কাছে হাইকোর্টে জামিনের কাগজ চাইলে তিনি দিতে অস্বীকার করে। শেষে যখন তিনি আমার ছেলেকে জামিনে বের করতে না পারে তখন তার কাছে টাকা ফেরত চাওয়া হলে দেই, দিচ্ছি বলে তালবাহানা করে। আমি বিবাদীকে সরল বিশ^াসে উক্ত টাকা দিয়েছি। বিবাদী বিশ^াস ভঙ্গ করছে।
ত্রীবেনি এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. মোস্তফা প্রধান জানান, একটি মোবাইল কিনে গিয়াসউদ্দিন মিয়ার ছেলে আজ হত্যা মামলার আসামী। এরপর তাকে জাবিন করানোর কথা বলে সদর থানাধীন খানপুর ব্যাংক কলোনি এলাকার হিরা ভবনের মালিকের পুত্র জাকারিয়া হিরা যার মোবাইল নাম্বার (০১৬৩০৬২৪৪৩৩) , সোনারগাঁ থানাধীন কাঁচপুরের আমানউল্লাহ যার মোবাইল নাম্বার (০১৮৮৬৭৬৮১৯৩) , ওয়ারী থানাধীন মহজমপুর এলাকার ওয়াহিদুল ইসলাম আপেল যার মোবাইল নাম্বার (০১৬১৫৭৬৮১৯৩), বন্দর থানধীন ইটালী বিল্ডিং সংলগ্ন এলাকার রাজ্জাক যার মোবাইল নাম্বার (০১৯১৩৫০৫৭২৬)।
এই ব্যাপারে অভিযুক্ত বন্দর থানাধীন ইটালী বিল্ডিং সংলগ্ন এলাকার রাজ্জাকের সাথে মুঠফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।
এই ব্যাপারে অভিযুক্ত সোনারগাঁ থানাধীন কাঁচপুরের আমানউল্লাহ সাথে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি।
গিয়াসউদ্দিন এর ছেলেকে জাবিন করানোর কথা বলে প্রতারণা করে টাকা নেওয়া এমনকি আপনি নাকি র্যাবে’র লোক , এসপি হারুন নাকি আপনার বন্ধু এরকম অভিযোগের ভিত্তিতে বন্দর থানধীন ব্যাংক কলোনি এলাকার হিরা ভবনের মালিকের পুত্র জাকারিয়া হিরা জানান, এসব ভুয়া কথা, এসব আমি কিছু বলিনি।
এই ব্যাপারে অভিযুক্ত ওয়ারী থানাধীন মহজমপুর এলাকার ওয়াহিদুল ইসলাম আপেলের সাথে মুঠফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে জেলা বিশেষ শাখার পরিদর্শক ও ইনস্পেক্টর মিডিয়া (ডিআইও) সাজ্জাদ রোমন বলেন, আভিযোগ পেলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিবো।