নিউজস্বাধীন বাংলা: নারায়ণগঞ্জের ফতুল্লায় সাধারন মানুষকে সচেতন করতে এবং শিহাচর এলাকাবাসির পক্ষে সেচ্ছাসেবকলীগ নেতা মো. আরিফের নেতৃত্বে মাদক বিরোধি আলোচনা সভা ও লিফলেট বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বাদ আসর ফতুল্লা থানাধীন তক্কার মাঠ বুড়ির গ্যারেজ সংলগ্ন এলাকায় মো. আরিফের রাজনৈতিক কার্যালয়ে মাদকের বিরুদ্ধে এই আলোচনা সভা ও লিফলেট বিতরন কর্মসূচি পালন করা হয়। উক্ত আলোচনা সভা শেষে লিফলেট নিয়ে বুড়ির গ্যারেজ থেকে তক্কার মাঠ হয়ে আবার বুড়ির গ্যারেজে ওই নেতার রাজনৈাতক র্কাযালয়ের সামনে এসে লিফলেট বিতরন কর্মসূচি শেষ হয়।
কাতার আওয়ামীলীগের সদস্য, আর্ন্তজাতিক বঙ্গবন্ধু ফাউন্ডশনের কাতার শাখার সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সেচ্ছাসেবকলীগ নেতা মো. আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে , ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন উপস্থিত থাকার কথা থাকলেও তিনি তার জরুরি কাজে ব্যস্ত থাকার কারনে তার অধিনস্ত উপ-পরিদর্শক (এসআই) রাকিব অনুষ্ঠানে যোগ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের সমাচার ও নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম’র সম্পাদক এবং আমার সংবাদ’র জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।
উক্ত অনুষ্ঠানে সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, যে যার অবস্থান থেকে সমাজের প্রতি খেয়াল রাখতে হবে। আপনারা খেয়াল রাখবেন আপনাদের সন্তানেরা যাতে কোন মাদকের সাথে সম্পৃক্ত না থাকে। এই সমাজটাকে সুন্দর করে গড়ার দায়িত্বটা আপনার, আমার, আমাদের সকলের।
এ ব্যাপারে সেচ্ছাসেবকলীগ নেতা মো. আরিফ বলেন, আপনারা এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ আছেন তারা যদি আমাকে সাহায্য করেন এবং প্রশাসন যদি আমাকে সাহায্য করে ইনশাল্লাহ মাদকের বিরুদ্ধে সবসময় মাঠে থাকবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মো. আলম, সিদ্দিক মিয়া, আলী মোহাম্মদ, সিদ্দিক, তোফাজ্জল, রহিম উদ্দিন, নজরুল, সালামত, মতি, বাবুল, বাতেন, শরিফ, হালিম, রাকিব, মাহমুদ, আলমাছ, আলামিন, কবির, মিলন সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।