নিউজক্বাধীন বাংলা: বন্দরে মিসব্রান্ডেড ওষুধ বিক্রয়,ফ্রিজিংঔষধ খোলা রাখা সহ বিভিন্ন অপরাধে হেলথ ফার্মেসির মালিককে ১ বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে থানার গকুল দাশেরবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকরে এ রায় দেন বন্দও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফিফাখান । সাঁজাপ্রাপ্ত আসামি হলেন, বন্দর থানাধীন গকুল দাসেরবাগএলাকার মৃত মান্নান মিয়ার ছেলে মোঃ মোশাররফ হোসেন। জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আফিফা খানের নেতৃত্বে গকুল দাসেরবাগএলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ঐ এলাকায় হেলথ ফার্মেসিতে বিপুল পরিমান মিসব্রান্ডেডঔষুধ পাওয়াযায়। এছাড়াও ফ্রিজং ঔষধ খোলা রেখে বিক্রয় সহ নানা অপরাধে ফার্মেসির মালিককে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়৷পওে উদ্ধারকৃত নকলঔষধ উপজেলা পরিষদ চত্ত¡রে পুড়িয়ে ফেলা হয়।