প্রেসবিডি ডটনেট : সোনারগাঁয়ে ৭’শ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার মো. আবু কাইয়ুমকে (৩৩) ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মো. আবু কাইয়ুম সোনারগাঁ থানার ঝাউচর এলাকার মো. মহিউদ্দিনের ছেলে। রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই বলেন, সকালে আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টায় র্যাব-১১ একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৭’শ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো.আবু কাইয়ুমকে হাতেনাতে আটক করে।