নিউজস্বান বাংলা: নারায়নগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব ইউসুফ দেওয়ান উক্ত সভায় সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য যেমন কাজ করে যাচ্ছেন তেমনি আমি আমার ইউনিয়নের সর্বসাধারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অবিরাম কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমি আমার নোয়াগাঁও ইউনিয়নে সুবিধাভোগীদের জন্য বিভিন্ন ভাতা ডিজিটাল উপায়ে কার্যক্রম চালু করেছি।
এ সময় তিনি বলেন, ডিজিটাল ব্যবস্থা করা হলে দরিদ্রদের টাকা আত্মসাতের কোনো সুযোগ হবে না । পাশাপাশি তৃণমূল পর্যায়ে যারা বেঁচে আছেন, তাদের জীবন-মান উন্নত করার লক্ষ্য নিয়েই আমি কাজ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমি চাই প্রতিটি অসহায় মানুষগুলো যেন তাদের সেবা থেকে বঞ্চিত না হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ ও শত শত সাধারণ জনগন।