নিউজস্বাধীন বাংলা: নারায়নগঞ্জ জেলা ডিবি পুলিশ ৭‘শ ১৯ ক্যান বিয়ার উদ্ধার ঘটনায় মুল মালিক মাদক সম্রাট ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ১২ আগষ্ট মুক্তারপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর আগে ডিবি পুলিশ ৩০ জুলাই শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে (ঢাকা মেট্টো-গ-১২-৯৮৫৮)প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকারটিতে তল্লাশী চালিয়ে ৭‘শ ১৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয় এবং আটক করা হয় প্রাইভেটকার চালক মোক্তার হোসেনকে। আটক মোক্তার হোসেন গোয়েন্দা পুলিশ কে জানায় যে বিয়ার চালানের মুল মালিক হচ্ছে সদর থানার সৈয়দপুর এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে ইব্রাহিমের সে বর্তমানে ফতুল্লার পিলকুলি এলাকায় ভাড়া থাকে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, বিয়ারের মুল মালিক ছিল ইব্রাহিম সে সময় তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর পলাতক ছিল। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিক্তিতে মোক্তার পুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইব্রাহিমকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।