সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁয়ের তরুন ও যুব সমাজকে মাদক ছেড়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে বুধবার রাতে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্যদিয়ে সাফিন স্মৃতি ডিগবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল তার প্রয়াত সন্তান সাফিনের স্মৃতিচারণে বিগত বছরের ন্যায় এবারো এ টুর্নামেন্টের আয়োজন করেছেন।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আবু নাইম ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের অধ্যক্ষ জানে আলম দিপু, সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম বিজয়, সেলিম প্রধান, হারুন অর রশিদ প্রমুখ।
নকআউট পদ্ধতিতে রাত্রিকালীন এ টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় টিপুরদী অগ্রনী ক্লাব ১-০ গোলে গোয়ালদী একাদশকে পরাজিত করেছে।