নিউজস্বাধীন বাংলা: কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ বলেছেন, আজকে দেশ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের মহাসড়কে হাটছে দেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
বুধবার (২৮ আগষ্ট) বিকেলে নগরীর ২নং রেলগেট এলাকায় (অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু সড়ক কর্পোরেট শাখা) অগ্রণী ব্যাংক অফিসার সমিতি ও অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ)’র আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্কুর মাহমুদ বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য আজকে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের দেশে রোহিঙ্গাদের প্রবেশ করানো হয়েছে। কিন্তু সেই সব ষড়যন্ত্রকে প্রতিহত করে আজকে মাদার অব হিউমিনিটি উপাধি পেয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি যতবার ক্ষমতায় এসেছেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে গেছেন। তাই আজকে শোককে শক্তিতে রূপান্তরিত করে জননেত্রীর ঘোষিত কর্মসূচী বাস্তবায়নে তাকে সহযোগিতা করে দেশকে জাতির জনকের সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো, এটাই হোক আমাদের আজকের শপথ।
তিনি বলেন, ৭৫’এ জাতির জনককে স্বপরিবারে হত্যা করা হয় দেশ ও বিদেশী কুচক্রীদের ষড়যন্ত্রে। কিন্তু আল্লাহর রহমতে দেশের বাইরে থাকায় বেঁচে যান আমাদের জননেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। মীর জাফরের বংশধর সেই খুনি মোস্তাক ও জিয়াউর রহমান চেয়েছিলেন যাতে এই দেশে আওয়াম ীলীগের কোনো চিহ্ন না থাকে। কিন্তু সব বাধা পেড়িয়ে ৮১ তে দলের হাল ধরেন জননেত্রী শেখ হাসিনা এবং ৯৬ তে ধরেন দেশের হাল। তখন শুরু হয় জাতির জনকের বিচার কার্যক্রম। দীর্ঘ সময় পার হওয়ার পর সেই বিচারের রায় আসে। কয়েক জনের ফাঁসির রায় কার্যকর হলেও এখনো অনেকে বিদেশে পলাতক রয়েছেন। তাদেরকে অতিদ্রুত দেশে এনে বিচার কার্যকর করার দাবি এদেশের জনগণের।
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড এর নারায়ণগঞ্জ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: আমিনুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবির খান, অগ্রণী ব্যাংক কোর্ট রোড শাখার সহকারী মহা-ব্যবস্থাপক গোলাম মোস্তফা ভূইয়া, মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজিম উদ্দিন প্রধান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল, সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, অগ্রণী ব্যাংক অফিসার সমিতির যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত সভাপতি কাজী রেজাউল করিম, সাধারণ সম্পাদক আলামিন ভূইয়া, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) যুগ্ম আহবায়ক ও সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন পাঠান প্রমুখ।