নিউজস্বাধীন বাংলা: ৬ ড্রাম চোরাই ডিজেলসহ আক্তার হোসেন ওরফে কাইল্লা আক্তার (৪৫) নামে এক চোরাই তেল কারবারিকে আটক করেছে র্যাব-১১। ২৭ আগস্ট বিকেলে বন্দর উপজেলার উত্তর লক্ষ্মণখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক আক্তার হোসেন উত্তর লক্ষ্মণখোলা এলাকার ইমান হোসেনের ছেলে এবং তেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান টের পেয়ে তেল চোর চক্রের অন্যতম সদস্য ঘটনাস্থাল থেকে উত্তর লক্ষ্মণখোলা এলাকার আরফান উদ্দিনের ছেলে আলী আহমদ পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আক্তারকে আটক করা হয়। তার দখল থেকে ৬ ড্রামে মোট ১ হাজার ২শ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান আরও জানান, তারা দীর্ঘদিন ধরে বন্দর থানাসহ আশপাশ এলাকায় সুকৌশলে তেল চুরি করে ব্যবসা করে আসছে। তাদের এই চোরাই তেল ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট সুকৌশলে দীর্ঘদিন যাবৎ তেল চুরি কওে আসছে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে এই তেল সরবরাহ করে থাকে। এই তেল ব্যবহার করে গাড়ির ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এই চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।