নিউজস্বাধীন বাংলা/ মোঃ পন্ডিত হোসেন: দেশের উন্নয়নের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন মোল্লা একযোগে কাজ করে যাচ্ছে। পর পর দুইবারের নির্বাচিত কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। ষরজমিনে ঘুরে এই প্রতিবেদককে তিনি জানান তার এলাকায় প্রায় ৯০% রাস্তা নির্মান ড্রেন সহ অন্যান্য উন্নয়নমূখী কাজ সম্পাদন করেছেন বাকি ১০% কাজ চলমান রয়েছে যা অচিরেই শেষ করবেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার সারা দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে তারই থারাবাহিকতায় নাঃগঞ্জে প্রতিটি ওয়ার্ডে ব্যাপকভাবে কাজ হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী তাই একজন নির্বাচিত কাউন্সিলর হয়ে জনগনের জন্য আত্মনিবেদিত প্রান হয়ে কাজ করে যাচ্ছি। এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও ওয়াসার পানির সমস্যা সমাধানের চেষ্টা করেছি। ধনকুন্ড পাম্প হাউস ৬ ঘন্টা অবিরামভাবে ৮নং ওয়ার্ডে জনগনের মাঝে পানি সরবরাহ করছে।
আমার এই উন্নয়নে এলাকার জনগন আমার পাশে থেকে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এডিস মশা নির্মূলে জনসচেতনার লক্ষে উক্ত এলাকায় মাইকিং, ২৭টি মসজিদে লিফলেট,৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লিফলেট,৫টি কিন্ডাকেয়ার স্কুলে লিফলেট ও এলাকার অলিগলিতে দেয়াল পেষ্টিং করা হয়েছে সেই সাথে নাসিকের ঔষধ নিধন অভিযানে ২০টি এলাকায় যথা উত্তর পাড়া,ধনকুন্ড,মৌলা পাড়া,বাড়ই পাড়া,মদিনাবাগ,মধুগড়,ভুইয়াপাড়া, সৈয়দপাড়া,শান্তিনগর,ইসলাম নগর, এনায়েত নগর,আইল পাড়া,নতুন আইল পাড়াতে মশার ঔষধ ছিটানো হয়েছে। উক্ত এলাকায় বর্তমানে ৭০ হাজার মহিলা ও পুরুষ নিয়ে গঠিত। তার মধ্যে ৩৩ হাজার ভোটার রয়েছে। এলাকাবাসী জানাই রুহুল আমীন কাউন্সিলর তিনি উন্নয়নে বিশ^াসী তাই তাকেই বার বার নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।