নিউজস্বাধীন বাংলা : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৫ আগষ্ট ) দুপুরে আইনজীবী সমিতির কক্ষে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মোহসীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. শাহীন খন্দকার।
দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহ্ মো. জাকির হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন আতিক, সিনিয়র আইনজীবী অ্যাড. আমিনুল ইসলাম, জেলা পিপি অ্যাড. ওয়াজেদ আলী খোকন, জিপি অ্যাড. মেরিনা বেগম, অ্যাড. মাসুদুর রউফ, অ্যাড. শামসুল ইসলাম ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আলী আহম্মদ ভূঁইয়া, সহ-সভাপতি অ্যাড. বিদ্যুৎ কুমার সাহা, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. মো. স্বপন ভূঁইয়া, এপিপি অ্যাড. সুইটি ইয়াসমিন, এপিপি অ্যাড. জাসমিন আহমেদ প্রমূখ।