নিউজস্বাধীন বাংলা : সাংসদ সেলিম ওসমানের মালিকানাধিন গার্মেন্ট ফ্যাক্টরী উইজডম অ্যাটায়ার্সে অগ্নিকাÐের ঘটনার সংবাদে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপর হারুন অর রশীদ। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর দুইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।
এদিকে অগ্নিকাÐের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সদর উপজেলার চেয়রম্যান আবুল কালাম আজাদ, ইউএনও নাহিদা বারিকসহ আরও অনেকে।
উইজডম অ্যাটায়ার্স লিমিটেড নির্বার্হী পরিচালক আখতার হোসেন অপূর্ব নারায়ণগঞ্জ টুডেকে জানান, আগুন লাগার পর নিজস্ব জনবল ও আধুনিক অগ্নি নির্বাপন যন্ত্রপাতি ব্যবহার অতি দ্রæত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আমাদের সাথে যোগ দেয়। যার ফলে বড় ধরণের দুর্ঘটনা এড়ানো এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে। সেই সাথে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকান্ডে আনুমানিক ৮ থেকে ১০ হাজার ডলার পরিমানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছি। বিস্তারিত পর্যালোচনার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নিরুপন করা সম্ভব হবে।
তিনি আরও জানান, উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমান শারীরিকভাবে গুরুতর অসুস্থ হওয়ায় মঙ্গলবার দুপুরে চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসা গ্রহন করবেন।