নিউজস্বাধীন বাংলা: ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। এমনই তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা এগারটার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় ওই কথা জানান তিনি। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।
জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, বর্তমানে কোরবানির পশুর হাটে নারায়ণগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। কেউ গরুর হাটে অরাজকতা করতে পারবে না। তিনি বলেন, দরপত্র সিন্ডিকেট বিষয়কে কেন্দ্র করে সদর উপজেলা অফিসে যে মারামারির ঘটনা ঘটেছে তাতে পুলিশ মামলা নিয়েছে এবং আসামীও গ্রেফতার করেছে। আমরা গরুর হাট নিয়ে কাউকে বিশৃঙ্খলা করতে দিব না। ইতিমধ্যে সিদ্ধিরগঞ্জ জোর করে কোরবানির পশু নামানোর চেষ্টা করাকে কেন্দ্র করে মামলা নিয়েছি এবং আসামী গ্রেফতার করেছি।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, গুজব নিয়ে আমরা স্কুল কলেজ, মসজিদ-মাদরাসাগুলোতে সতর্ক করেছি। কেউ গুজবে কান দিবেন না। গুজবের ঘটনায় সিদ্ধিরগঞ্জে একজন বাক প্রতিবন্ধীকে গনপিটুনী দিয়ে হত্যা করা হয় এবং একজন মহিলাকে গুরুতর আহত করা হয়। এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে। এবং আসমী গ্রেফতার করা হয়েছে। এমপি ও মেয়র আমাকে অনুরোধ করেছেন মামলাটি সুষ্ঠু তদন্ত করার জন্য। মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য ডিবিতে এনেছি। সুষ্ঠু তদন্ত করে আসামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলায় থানা পর্য়ায়ের কোনো আওয়ামীলিগ নেতার নাম নাই। তারপরও কোনো আওয়ামী লীগের কর্মীর নাম থাকে তবে তদন্ত করে অব্যাহতি দেওয়া হবে।
তিনি বলেন, সড়ক-মহাসড়কে ও গরুর হাটের নিরাপত্তার জন্য জেলা পুলিশের ১ হাজার ১শ ৪৭ জন সদস্য মোতায়েন আছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার সকল পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। যানজট নিরসনের জন্য জেলা পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা হয়েছে। ঈদ জামাতে প‚র্বের ন্যায় এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।
হকারদের ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার বলেন, তারা আমাদেরকে সহাযোগিতা করেছে। তারা সাইনবোর্ড হতে বঙ্গবন্ধু সড়ক পর্যন্ত ফুটপাতে বসে নাই।