নিউজস্বাধীন বাংলা : অবশেষে বন্দর 23 নং ওয়াড (নাসিক ) কাউন্সিলর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধানসহ ৬ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে নারায়ণগঞ্জের দায়রা ও জজ আদালতের বিচারক আনিসুর রহমানের আদালত এই জামিন মঞ্জুর করেছেন।
দুলালের পক্ষে আদালতে জামিন আবেদন করেন নারায়ণগঞ্জ বার কাউন্সিলের সভাপতি অ্যাড. হাসান ফেরদৌস জুয়েল। কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই এর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ১ আগস্ট দুলাল প্রধানকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছিলো বলে দাবি করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ২ আগস্ট সাত দিনের রিমান্ড চেয়ে দুলাল প্রধানকে আদালতে পাঠায় পুলিশ। রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিনের আদালতে রিমান্ড ও জামিন শুনানি হলে তা না মঞ্জুর করেন আদালত। এদিকে রিমান্ড না মঞ্জুরের পর হতে বন্দরবাসী তথা দুলাল প্রধানের ভক্তরা সন্তোস প্রকাশ করে বলেন আইন তার নিজ গতিতেই চলে তারই বহিপ্রকাশ ঘটলো রিমান্ড না মঞ্জুর হওয়ায়। তারা আরো জানান একটি কুচক্রি মহল পুলিশ প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে দুলাল প্রধানের জনপ্রিয়তাকে বিলীন করতে নীল নক্সায় মেতে উঠেছিল কিন্তু প্রশাসন বিষয়টি তদন্ত না করেই তাকে গ্রেফতার করে । রাজনৈতিক ষরযন্ত্রের শিকার কাউন্সিরর দুলাল বিষয়টি বিজ্ঞ আদালত আমলে নিয়ে তাকে জামিন দেয় । এদিকে দুলাল প্রধান জামিনে মুক্তি পেলে শত শত ভোক্তরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায় । ভোক্তরা জানান দুলাল প্রধান একজন সাদা মনের মানুষ তিনি সরকারের উন্নয়নের ভাগিদার হতে জনপ্রতিনিধিত্ব করছেন।