নিউজস্বাধীন বাংলা: নারায়ণগঞ্জ সদর উপজেলা হতে মাত্র দুই কিলোমিটা সংলগ্ন বহ্মপুত্র নদীর খেয়া ঘাট অবস্থিত। এই ঘাট দিয়ে প্রতিদিন হাজার মানুষ এপার হতে অপার পারাপার হয়ে থাকে। নাঃগঞ্জ বন্দর থানা ও সোনারগাঁ থানার অসংখ্য স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা নৌকায় পারা পার হয়ে সদরে লেখা পড়া করতে আসে যা অত্যন্ত ঝুকিপূর্ন। প্রায় সময় ঘাটে নৌকা না থাকার কারনে ছাত্র ছাত্রীরা সঠিক সময়ে স্কুলে পৌছেতে পারেনা এতে লেখা পড়ার চরম বিঘ্ন ঘটছে। এছাড়াও জরুরী রোগী হাসপাতালে কিংবা ক্লিনিকে আসতে প্রায় বিপাকে পরেন।
অত্র আসনের স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা বেশ কিছুদিন আগে সাবদি ঘাটটি পরিদর্শন করেন এবং সেখানে একটি ব্রীজ নির্মানের প্রতিশ্রুতিও দেন। কিন্তু, বাস্তবায়ন কোন ভুমিকা না থাকার কারনে জনমনে প্রশ্ন এমপি সাহেব কথা রাখবেন তো? স্থানীয় ও সাবদি গ্রামবাসির দাবি মাত্র ২০০ মিটার এই ব্রীজটি অতিদ্রæত নির্মান করে জনগনের জনদূর্ভোগ হতে রেহায় দিতে প্রয়োজনীয় ব্যাবস্থাগ্রহন করবেন সাংসদ লিয়াকত হোসেন খোকা। তারা আরো জানান ভিষন ২০২১ বাস্তবায়নে এর ভুমিকা রাখবেন সাংসদ লিয়াকত হোসেন খোকা এমনটি জানান সাবদি এলাকাবাসী। ইতিমধ্যে সোনারগাঁয়ে প্রতিটি সমস্যাজনিত রাস্তাগুলো চিহ্নিত করে তা ব্রিজ নির্মান করে জনগনের চলাচলের সুযোগ সৃষ্টি করেদিয়েছেন সাংসদ তারই ধারাবাহিকতায় এই সাবদি ঘাটের ব্রীজটি নির্মান হওয়া অতিজরুরী এতে জনগন উপকৃত হবে সেই সাথে স্কুল কলেজ পড়–য়া ছাত্র ছাত্রীরা সঠিক সময়ে লেখা পড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ পাবে। এ ব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসী সাংসদ লিয়াকত হোসেন খোকা ও শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আাবদুর রউফ এর সুদৃষ্টি কামনা করছেন।