নিউজস্বাধীন বাংলা: কানাডা প্রবাসী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে ফেরত আনার দাবিতে গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জ আদালত পাড়ায় ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ জেলা শাখার উদ্যোগে এ গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সভাপতি অ্যাড. মশিউর মালেক।
সভাপতির বক্তব্যে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ জেলা শাখার সভাপতি ও সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল বলেন, বঙ্গবন্ধু’র স্বঘোষিত খুনী, মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মেজর (অব.) নূর চৌধুরী কানাডায় রাজনৈতিক আশ্রয়ে আছে, সরকার কূটনীতিক পন্থায় তাকে ফেরাতে না পেরে কানাডা’র আদালতের দারস্থ হয়েছে, তারপরও বিষয়টি কঠিন।
তিনি বলেন, দেশের মানুষ চায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযপানের মধ্যে বঙ্গবন্ধু’র এই নৃশংস হত্যাকারীকে দেশের মাটিতে এনে তার দÐাদেশ কার্যকর করা। এ জন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন গণস্বাক্ষর কর্মসূচী গ্রহণ করেছে। আমরা এ স্বাক্ষরগুলো কানাাডার কর্তৃপক্ষের কাছে প্রেরণ করে বর্জকন্ঠে আওয়াজ তুলবো, জাতির পিতা বঙ্গবন্ধু খুনিকে দেশে ফিরিয়ে দিতে হবেই, এটা এ দেশের মানুষের প্রাণের দাবি।
গণস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সভাপতি অ্যাড. মশিউর মালেক, ঢাকা বিভাগীয় কমিটির সহ সভাপতি শেখ জালাল আহমেদ, যুগ্ম সম্পাদক মিলি চৌধূরী, ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ জেলা শাখার সহ সভাপতি আবুল বাশার মোল্লা, সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, প্রচার সম্পাদক মো. বাবুল, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মো. সালাউদ্দিন, সাধারন সম্পাদক মো. আশরাফুল ইসলাম, ফতুল্লা থানার সভাপতি মো. হোসেন প্রধান, সাধারন সম্পাদক আলাল সিকদার, বন্দর থানার সভাপতি মো: সালাউদ্দিন, আড়াইহাজার থানার সভাপতি মো. ফারুক প্রমূখ।