নিউজস্বাধীন বাংলা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে সাংসদ শামীম ওসমানের পত্নী সালমা ওসমান লিপি ওসমান বলেছেন, যার সততায়, যার সদিচ্ছায় আপনারা এই সাহায্য পাচ্ছেন। যার কারণে এই উন্নয়ন হচ্ছে সেই প্রধানমন্ত্রীকে প্রতিটি নাগরিকের সাহায্য করা উচিৎ। এবং এই যে আপনারা সরকারের দেওয়া সুবিধা পাচ্ছেন নাকি পাচ্ছেন না, এ ব্যাপারেও ক্যাম্পেন করা উচিৎ। আপনারা ক্যাম্পেইন করবেন, প্রমাণ হিসেবে আমরা আপনাদের পাশে থাকবো।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলের দিকে সদর উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সকল ভাতা ভোগিদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ওই কথা বলেন তিনি।
লিপি ওসমান বলেন, একটি এলাকার রাস্তা-ঘাট, স্কুল কলেজ, কালভার্ট, উন্নয়ন হওয়া মানেই উন্নয়ণ না। তখনই এলাকার উন্নয়ণ হবে যখন আপনার মন মানসিকতার উন্নয়ণ হবে। যখন আপনি সচেতন হবেন। আপনার এলাকার উন্নয়ণ আপনার উপর নির্ভর করছে। আপনি যখন সচেতন হবেন তখনই আপনার এলাকার উন্নয়ণ হবে। অনেকের হয়তো একাডেমিক সার্টিফিকেট নেই। তাতে কি? একাডেমিক সার্টিফিকেট একজন মানুষকে শিক্ষিত করতে পারে না। মানুষ নিজেকেই শিক্ষিত করতে পারে সচেতনতার মাধ্যমে।
তিনি বলেন, একজন মানুষ যখন বিপদে আছে তখন বুঝতে হবে সারা দেশই বিপদে আছে। তাই মানুষের পাশে এসে দাঁড়ান। তখন দেখবেন আমাদের দেশকে পিছনে বসে থাকতে হবে না। ছোট ছোট অনুদান অনেক বড় বড় অনুদানে পরিণত হবে। যদি সেটা চান তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে সাহায্য করেন। আপনার মানসিকতা নিয়ে সাহায্য করেন। আপনাদের জয় হবেই।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই আয়োজনের সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার নাহিদা বারিক। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী প্রমূখ।