নিউজস্বাধীন বাংলা : খুব শিগগিরই এপাড় ওপাড় মানুষের মাঝে সেতুবন্ধন তৈরিতে নির্মিতব্য বহুল কাক্সিক্ষত ‘কমদ রসূল’ সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোন করা হবে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করার আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
আগামী ডিসেম্বরের মধ্যেই সেতুটির ভিত্তি প্রস্তর উদ্বোধন করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে মেয়র আইভী বলেছেন, সেতু নির্মাণে কনসালটেন্ট নিয়োগ প্রক্রিয়া চলছে। আশা করছি ডিসেম্বরে এর ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন সম্ভব হবে।
১৪ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ওই কথা জানান।
এদিকে একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত গোলাম দস্তগীর গাজী তার বক্তব্যে সেতু সম্পর্কে বলতে গিয়ে জানান, ‘আমরা অনেকদিন ধরে আশা করছিলাম একটি ব্রিজের। ব্রিজ পাচ্ছি না। আজকে যখন সেলিনা হায়াৎ আইভী হাত দিয়েছেন, আমি বিশ্বাস করি মহিলারা কর্মঠ হয়, বিশ্বাস করি কিছুদিনের মধ্যেই ব্রিজটা দৃশ্যমান হবে।’
১ হাজার ৩‘শ ৮৫ মিটার দৈর্ঘ্য এবং ১২ দশমিক ৫ মিটার প্রস্থের প্রস্তাবিত ‘কদম রসূল’ সেতুর জন্য ৫‘শ ৭৯ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। ২০১৮ সালের ৯ অক্টোবের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্প অনুমোদন করা হয়। ওই সময় সিটি মেয়র আইভীও উপস্থিত ছিলেন।
এদিকে প্রস্তাবিত ‘কদম রসূল’ সেতুটি নগরীর ৫ নং ঘাট এলাকা দিয়ে নির্মাণ করা হবে। আর এটি নির্মাণ হলে দুই পাড়ের মানুষের মধ্যে নাগরিক সেবার ক্ষেত্রে এতদিন যে বৈষম্য ছিলো তা দূর হবে। এছাড়াও দুই পাড়ের মানুষের মধ্যে সহজতর যোগাযোগের জন্য শীতলক্ষ্যার উপরে এই সেতুটি ছিলো বহুল কাক্সিক্ষত।
কয়েক লাখ মানুষের প্রাণের দাবি শীতলক্ষ্যা সেতুর বরাদ্দ গত বছর পাশ হওয়াতে বেশ উচ্ছ¡সিত ছিলো দুই পাড়ের মানুষ। এবার সেই উচ্ছ¡াসের মাত্রা আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছেন মেয়র আইভী। তিনি এবারের বাজেট ঘোষণায় নগরবাসীর জন্য এটিই দিয়েছেন সব থেকে বড় চমক। এমনটিই বলছেন নগরবাসী। তারা এখন অপেক্ষা করছে ডিসম্বেরের। নগরবাসী প্রত্যাশা করেন, এই ডিসম্বরেই শীতলক্ষ্যার উপর নির্মিতব্য ‘কদম রসূল’ সেতুটি দৃশ্যমান হবে।