নিউজ স্বাধীন বাংলা: ১২ শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত মাদরাসার অধ্যক্ষ মাওলানা আল অমিনকে নারী ও শিশু নিযার্তন দমন আইনের মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নারায়নগঞ্জের একটি আদালত।
রোববার(১৪ জুলাই) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেনের আদালতে মাওলানা আল অমিনকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৭ জুলাই ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলো অপর একটি আদালত।
মাওলানা আল অমিন কুমিল্লার মুরাদনগর উপজেলার ভুঁইয়াপাড়া এলাকার রেনু মিয়ার ছেলে। সে বাইতুল হুদা ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ। একই সঙ্গে তিনি ফতুল্লা এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রসঙ্গত, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকায় অবস্থিত ওই মাদরাসা থেকে ৪ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় আল আমিনকে আটক করেছে র্যাব-১১ এর একটি টিম। এসময় তার মুঠোফোন ও কম্পিউটারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমানের পর্নোগ্রাফি ভিডিও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ভুক্তভোগি শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে একটি এবং র্যাবের পক্ষে আরও একটি মামলা সংশ্লিষ্ট থানায় দায়ের করা হয়।