নিউজ স্বাধীন বাংলা: নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান হারুন অর রশীদ ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত হয়েছেন। এ নিয়ে চতুর্থবারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হয়েছেন তিনি।
মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে সক্ষম হওয়ায় সর্বসম্মতিক্রমে এসপি হারুন অর রশীদকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়েছে।
জেলা পুলিশ সুপার ইতিমধ্যে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতার করে প্রশংসিত হয়েছেন। এছাড়াও জেলায় যোগদানের পর হতে পুলিশ সুপার নারায়ণগঞ্জবাসীর সাধারণ মানুষের দূর্ভোগ লাঘবের জন্য শহরে হকারমুক্ত ফুটপাত ও যানজটমুক্ত করতে পদক্ষেপ নিয়েছেন। এসপি হারুন অর রশীদ ৩ বার বিপিএম ও ২ বার পিপিএম পদক পেয়েছেন।
এদিকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল হাসান। পদোন্নতির পর দ্বিতীয় বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হবে।