স্টাফ রিপোর্টারঃ চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত মাদক বিরোধী অভিযান চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় ১০ জুলাই বুধবার দুপুরে বন্দর থানাধীন মাহমুদ নগর এলাকা থেকে এক নারী মাদক বিক্রেতাকে ৩’শ পিছ ইয়াবা সহ আটক করেছে।
জানা যায়, বন্দর থানাধীন মাহমুদ নগরে রাসেলের স্ত্রী সুপিয়া ওরফে সুপি (৪০) দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রি করে আসছিল। ইয়াবা সেবনের কারনে স্থানীয় এলাকার তরুন সমাজ বিপদগামী হয়ে পড়ছে। যার ফলে এলাকায় চুরি, ছিনতাই বেড়ে গেছে। অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলমের নেতৃত্বে ১০ জুলাই বুধবার দুপুর ২ টায় সারাশি অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সুপিয়াকে ৩০০ পিছ ইয়াবা সহ আটক করে। যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। মাদক বিক্রেতা সুপিয়া একই এলাকায় পলাশ মিয়ার ভাড়াটিয়া হিসাবে দীর্ঘদিন যাবৎ বসবাস করছে বলে জানা যায়। মাদক বিরোধী অভিযানে আরো উপস্থিত ছিলেন ডিএনসির ইন্সপেক্টর ওবায়দুল কাদের সহ ডিএনসির চৌকস বাহিনী।