নিউজ স্বাধীন বাংলা : ফতুল্লার চিহ্নিত চোরাই তেল ব্যবসায়ী ইকবাল হোসেন চৌধুরী ওরফে তেল চোরা ইকবাল ফের গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর তিনটার দিকে ফতুল্লা লঞ্চঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১১। এ সময় তার চোরাই তেল গোডাউন থেকে ১ লাখ ৯৫ হাজার টাকার মূল্যমানের ৩ হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়।
র্যা ব ১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে কলেন, অভিযান চলাকালে র্যা বের উপস্থিতি টের পেয়ে তেল চোরাই চক্রের অন্যতম সদস্য জাকের হোসেন পাভেল ওরফে মির্জা পাভেল (৪০) ও সহযোগী কালাম (৪৩) কৌশলে পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে ফতুল্লা মডেল থানাসহ আশপাশ এলাকায় সুকৌশলে তেল চুরি করে চোরাই তেলের ব্যবসা করে আসছে। তাদের এই চোরাই তেল ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত।
এর আগেও তার গোডাউনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তার ভাইসহ তিনজনকে আটক করে এবং ১৩ হাজারেরও অধিক চোরাই জ্বালানি তেল উদ্ধার করে। ওই ঘটনায় ডিবি বাদি হয়ে ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের কের। মামলায় ইকবাল হোসেন চৌধুরীকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তিনি এ ঘটনায় ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে সে নিজেকে তেল চোর হিসেবে স্বীকার করেন।
এছাড়াও সর্বশেষ ২৮ জুন দুপুরের দিকে এই চক্রের আরেক সদস্য মির্জা পাভেলকে তার সহযোগি উত্তমসহ আটক র্যা ব ১১ এসময় তাদের হেফাজত থেকে ২ হাজার ৯‘শ ৪০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। সম্প্রতি জামিনে বের হয়ে এসে পুনরায় সে ও তার গ্রুপ চোরাই তেল ব্যবসা চালিয়ে যাচ্ছিলো।