নিউজ স্বাধীন বাংলা : এক ডজন ছাত্রীকে ধর্ষনের অভিযোগে আটক মাদরাসার অধ্যক্ষ মাওলানা আল-আমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (৭ জুলাই) সকালে ১০ দিনের রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কাউছার আলমের আদালতে হাজির করলে শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
কোর্ট পুলিশের ইন্সপেক্টর হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ৪ জুলাই ফতুল্লার মাহমুদপুর এলাকার বায়তুল হুদা ক্যাডেট মাদরাসায় অভিযান চালিয়ে মাওলানা আল আমিনকে আটক করে র্যা ব-১১। তিনি ওই মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং একটি মসজিদের ইমামও। র্যাব আল আমিনের কাছ থেকে বেশ কিছু পর্ণ ভিডিও উদ্ধার করে। সে কুমিল্লার মুরাদ নগর উপজেলার ভূইয়া পাড়া এলাকার রেনু মিয়ার ছেলে।
র্যা ব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানিয়েছিলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাওলানা আল আমিন মাদরাসার ১২ জন ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন। একই সাথে তিনি ওই সব শিশু শিক্ষার্থীদের পর্ণোগ্রাফি ভিডিও চিত্র দেখিয়ে এবং তাদের ছবি যুক্ত করে পর্ণোগ্রাফি বানিয়ে ব্লাকমেইল করে আসামাজিক কাজে বাধ্য করতো বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তিনি আরও জানান, এই ১২ শিক্ষার্থী ছাড়া আরো কোনো শিক্ষার্থীর সাথে ওই শিক্ষক যৌনাচার করেছেন কিনা সে ব্যাপারে তাকে আরো জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তারই প্রেক্ষিতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ওই লম্পট শিক্ষকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।