অস্ট্রিয়ার ভিয়েনায় কাউন্সিলর নির্বাচনে বিজয় পতাকা তুলে ধরলেন বাংলাদেশী বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন। ভোলার কীর্তি সন্তান জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের ছেলে নয়ন দ্বিতীয়বারের মতো অস্ট্রিয়ার ভিয়েনা রাজ্য কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) একইসাথে ভিয়েনা সিটি কর্পোরেশন এবং রাজ্য কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) এর জেলা প্রতিনিধি হিসাবে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট (Leasing) থেকে বিপুল পরিমান ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।
মাহমুদুর রহমান নয়নের বাবা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান প্রায় চার দশকের উপরে অস্ট্রিয়া প্রবাসী। তিনি এনএনসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ছাড়াও অনলাইন নিউজ পোর্টাল ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ এবং ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা।
এবারের নির্বাচনে সমগ্র ভিয়েনায় অস্ট্রিয়ান সোস্যালিস্ট পার্টি জয়লাভ করেছে। তবে ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টির ৭ জন রাজ্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে মাহমুদুর রহমান অন্যতম।
মাহমুদুর রহমান নয়ন ভিয়েনা রাজ্য কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ও সংগ্রহ বার্তা পরিবারের পক্ষ থেকে আলহাজ্ব মাসুম বিল্লাহ।