বাংলাদেশে নিউটন তৈরি হয় না কেন জানেন?
কারণ এ দেশে গোল্ডেন এ প্লাস ছাড়া কাউকে ছাত্র বলে গণ্য করা হয় না।
এ দেশে বিল গেটস তৈরি হয় না কেন জানেন? কেননা ভার্সিটি গুলোকে এক লাখ ছাত্রকে পরীক্ষার সুযোগ দিয়ে এক হাজার রেখে আর বাকিদের বের করে দেওয়া হয়।
এ দেশে আইনস্টাইন তৈরি হয় না কেন জানেন? কারণ এদেশে শিক্ষার হার বাড়াতে ছেলে মেয়েদেরকে মিথ্যা এ প্লাস এর স্বপ্ন দেখানো হয়।
এ দেশে স্টিফেন হকিংস তৈরি হয় না কেন জানেন? কারণ এখানে পরানো হয় না যে মোবাইল কম্পিউটার কিভাবে তৈরি করা হয়েছে, এখানে পরানো হয় মোবাইল কম্পিউটার কে আবিষ্কার করেছেন তার বাবার নাম কি তার চৌদ্দগোষ্ঠীর নাম কি?
এ দেশে নিল আর্মস্ট্রং তৈরি হয় না কেন জানেন? কারণ আমরা লেখাপড়া করি বড়লোক হবার আশায় জ্ঞান অর্জন করার আশায় না।
একজন ইলেকট্রনিক মিস্ত্রি হয়ে বিমান বানিয়ে আকাশে উড়িয়ে দিল মানিকগঞ্জের জুলহাস। বুয়েট কুয়েটে ইঞ্জিনিয়ারিং পাস করেও কাউকে একটা মোটরসাইকেল বানাতে দেখেনি কেউ।
সংগ্রহবার্তা